বার্তা পরিবেশক | শুক্রবার, ২৫ অক্টোবর ২০১৯
“উন্নয়নের অগ্রযাত্রা চলুক স্বচ্ছতা ও জবাবদিহিতার সাথে” এই লক্ষ্যে মহেশখালী জাগ্রত ছাত্রসমাজের আহবানে সাড়া দিয়ে মহেশখালীর বিভিন্ন প্রান্তের প্রায় শতাধিক তরুণ আজ মিলিত হয়েছিলেন চট্টগ্রাম নগরীর চকবাজারের একটি মিলনায়তনে। সভায় মহেশখালীতে চলমান বিভিন্ন প্রকল্পে অনিয়ম, জমিহারা কৃষকের ন্যায্যমূল্য নিশ্চিত না করা, ক্ষতিগ্রস্থদের পুনর্বাসন না করা সহ আট দফা দাবি বাস্তবায়নের দাবিতে একটি জনসমাবেশ আয়োজনের ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করেছে সংগঠনের নেতৃবৃন্দ। সমাবেশ সফল করতে উপস্থিত সকলেই একতাবদ্ধ হয়ে কাজ করার অঙ্গীকার করেছে। সেই সাথে নিজ নিজ এলাকায় জনসচেতনতামূলক কার্যক্রম চালিয়ে নেওয়ার দৃঢ প্রত্যয় ব্যক্ত করেছে জাগ্রত ছাত্রসমাজের আহবানে সাড়া দিয়ে সমবেত হওয়া এসব তরুণেরা। সবকিছু অনুকূলে থাকলে ডিসেম্বরের মাঝামাঝি সময়ে এই জনসমাবেশ আয়োজন করা হবে বলে ঘোষণা করেন সংগঠনের আহবায়ক ফজলে আজিম মোঃ ছিবগাতুল্লাহ।
Posted ১০:০৯ অপরাহ্ণ | শুক্রবার, ২৫ অক্টোবর ২০১৯
dbncox.com | ajker deshbidesh