বার্তা পরিবেশক | মঙ্গলবার, ১৮ ডিসেম্বর ২০১৮
মহেশখালী উপজেলার বড় মহেশখালীস্থ লবণ মাঠ এলাকায় স্থানীয় দুর্বৃত্তদের হামলায় আহত হয়েছে লবণ উৎপাদন কাজে নিয়োজিত ৪ ব্যক্তি। এ সময় লবণ উৎপাদন সামগ্রি ও বিভিন্ন জিনিসপত্র লুটপাট করে নেয় বলে অভিযোগে প্রকাশ। সূত্রের অভিযোগ, বড় মহেশখালী এলাকায় মুজিবের ঘোনা নামের একটি লবণ প্রজেক্টে বৈধ ভাবে লবণ উৎপাদনের কাজ করছিল স্থানীয় চাষিরা। ইতোমধ্যে ওই ঘের এলাকায় চাষ করতে হলে স্থানীয় আমান বাহিনীকে চাঁদা দিতে হবে জানিয়ে চাষে নিয়োজিত লোকজনের কাছ থেকে অবৈধ ভাবে টাকা দাবী করে আসছিল স্থানীয় দুর্বৃত্তরা। দাবীর এ টাকা দিতে অস্বিকৃতি জানালে গতকাল আমান উল্লাহ আমানের নেতৃত্বে একদল দুর্বৃত্ত চাষে নিয়োজিত লোকজনের উপর এলোপাথাড়ি হামলা ও লুটপাট চালায়। এসময় মোঃ রকি(২৪). মোঃ ইসহাক(৩০), আমান উল্লাহ(৩৫) ও জসিম(২৮) গুরুতর আহত হয়। পরে রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে মহেশখালী হাসপাতালে নিয়ে আসেন পরে শাররিক অবস্থার অবনতি হওয়ায় কক্সবাজার হাসপাতালে নিয়ে যায়। আহতদের অবস্থা সংকটাপন্ন বলে সূত্রের দাবী। তাদেরকে এলোপাতাড়ি কুপিয়ে ও চুরিকাঘাতক করে আহত করা হয়। এ ঘটনায় মামলার প্রস্তুুতি চলছে বলে জানাগেছে।
Posted ২:০৪ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১৮ ডিসেম্বর ২০১৮
dbncox.com | ajker deshbidesh