নিজস্ব প্রতিবেদক,মহেশখালী | রবিবার, ০৮ জুলাই ২০১৮
মহেশখালী থানা পুলিশ ক্রেতা সেজে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে।এ সময় ইয়াবার নমুনা হিসাবে ক্রেতার কাছে নিয়ে আসা ৫০ পিচ ইয়াবা উদ্ধার করেছে। ঘটানাটি ঘটেছে বদরখালী ব্রিজ সংলগ্ন মহেশখালী অংশে ৮ জুলাই সকাল ১১টায়। মহেশখালী থানার এসআই দীপক বিশ্বাসের নেতৃত্বে এএসআই সনজীবসহ একদল পুলিশ ইয়াবার ক্রেতা সেজে মাদক বিক্রেতাকে গ্রেফতারে ফাদঁ ফেলে। উক্ত ফাদেঁ পা দিয়ে ৫০ পিচ ইয়াবাসহ রোবেল নামে এক যুবককে আটক করে।
আটক রোবেল কালারমারছড়া ইউনিয়নের নোনছড়ির মাইচপাড়ার বখতেয়ারে পুত্র। মহেশখালী এসআই দীপক বিশ্বাস জানান, আটক যুবক ইয়াবা ব্যবসায়ী। তাকে ফাদঁ পেতে আটক করা হয়েছে। প্রথমে নমুনা হিসাবে ৫০ পিচ ইয়াবা বিক্রয় করার জন্য নিয়ে আসে। বিক্রেতা পুলিশ কে চিনতে পারায় তাকে ২য় বার সুযোগ না দিয়ে গ্রেফতার করা হয়। এঘটনায় তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলে জানান।
Posted ১০:৫৯ অপরাহ্ণ | রবিবার, ০৮ জুলাই ২০১৮
dbncox.com | ajker deshbidesh