শনিবার ১লা এপ্রিল, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৮ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

মহেশখালীতে অস্ত্রের কারখানায় অভিযান বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার, কারিগর আটক

মোহাম্মদ শাহাব উদ্দীন,মহেশখালী   |   সোমবার, ২৪ সেপ্টেম্বর ২০১৮

মহেশখালীতে অস্ত্রের কারখানায় অভিযান বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার, কারিগর আটক

মহেশখালীর দুর্গম পাহাড়ি এলাকায় অস্ত্র তৈরির একটি কারখানার সন্ধান পেয়েছে মহেশখালী থানা পুলিশের সদস্যরা। শনিবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় অভিযান চালিয়ে অস্ত্র তৈরি ও ব্যবসায় জড়িত অভিযোগে এক কারিগর কে একটি লম্বা বন্দুক সহ আটক করা হয়েছে। এসময় কারখানা থেকে ১০টি বন্দুক, বন্দুকের বিপুল সংখ্যক গুলি ও বন্দুক বানানোর যন্ত্রপাতি জব্দ করা হয়েছে। আটককৃত কারিগর হলেন ইসহাক(৩৫)।সে বড় মহেশখালীর পাহাড়তলীর স্থানীয় বাসিন্দা অলী আহমদের ছেলে জানা গেছে। অভিযানের নেতৃত্বে থাকা মহেশখালী থানার অফিসার ইনচার্জ প্রদীপ কুমার দাশ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। স্থানীয় সন্ত্রাসীদের সমন্বয়ে বেশ কিছু সংখ্যক কারিগর অস্ত্র বানানোর কাজ করতেন। শনিবার সকাল থেকে পুলিশ সদস্যরা সাদা পোশাকে এলাকায় অবস্থান নেন। সন্ধ্যা ৬টার পর থেকে শুরু হয় চূড়ান্ত অভিযান। তিনি আরো জানান, এ মিশনে পুলিশ  দুই ভাগে বিভক্ত হয়ে পাহাড়ে অভিযান চালিয়ে বড় মহেশখালী পাহাড়তলী গহীন বনের ভেতর স্থাপন করা অস্ত্রের কারখানা পুলিশ অভিযান চালায়। তখন বেশ কয়েকজন কারিগর ওই কারখানায় অস্ত্র বানানোর কাজ করছিলেন। উপস্থিতি টের পেয়ে অস্ত্রের কারখানা থেকে পুলিশকে লক্ষ্য করে তারা গুলি ছোড়ে। পুলিশ সদস্যরাও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। এ সময় অন্য কারিগররা পালিয়ে যেতে সক্ষম হলেও
অস্ত্র বানানোর কারিগর ইসহাককে একটি লম্বা বন্দুকসহ আটক করা হয়। এ সময় পাশে থাকা অস্ত্রের কারখানায় অভিযান চালিয়ে আরো ১০টি বন্দুক, ১০ রাউন্ড তাজা গুলি ও বন্দুক বানানোর যন্ত্রপাতি জব্দ করা হয়। পুলিশের এই কর্মকর্তা জানান, অস্ত্র, গুলি ও সরঞ্জামসহ আটক কারিগর ইসহাকের বিরুদ্ধে থানায় ডজন মামলা রয়েছে। এছাড়াও অভিযানের সময় পুলিশকে লক্ষ্য করে ৩০ রাউন্ড গুলি করে। জবাবে পুলিশও ৫৫ রাউন্ড গুলি করে।

Comments

comments

Posted ১:১৩ পূর্বাহ্ণ | সোমবার, ২৪ সেপ্টেম্বর ২০১৮

dbncox.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

প্রকাশক
তাহা ইয়াহিয়া
সম্পাদক
মোঃ আয়ুবুল ইসলাম
প্রধান কার্যালয়
প্রকাশক কর্তৃক প্রকাশিত এবং দেশবিদেশ অফসেট প্রিন্টার্স, শহীদ সরণী (শহীদ মিনারের বিপরীতে) কক্সবাজার থেকে মুদ্রিত
ফোন ও ফ্যাক্স
০৩৪১-৬৪১৮৮
বিজ্ঞাপন ও সার্কুলেশন
01870-646060
Email
ajkerdeshbidesh@yahoo.com