বার্তা পরিবেশক | শনিবার, ৩০ জুন ২০১৮
মলম পার্টির খপ্পরে পড়েছেন কক্স মিডিয়া অপারেটার্স এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি, বর্তমান সহ সভাপতি, জেলা জাসদ সদস্য, দৈনিক সকালের কক্সবাজার ও বীচনিউজের প্রধান কম্পিউটার অপারেটর এবং সাংবাদিক সংসদ কক্সবাজারের সদস্য মো: মীর মোশাররফ হোসেন।
পারিবারিক সুত্র জানিয়েছে, মোশাররফ বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের সিকদার মহল হয়ে প্রথমে টমটমযোগে বাস টার্মিনাল যান। পরে সেখান থেকে সিএনজিযোগে লিংক রোড হয়ে কর্মস্থলে যাওয়ার পথিমধ্যে মলম পার্টির খপ্পরে পড়েন।
তার দেয়া তথ্য মতে, সিএনজি থেকে চালকসহ অন্যান্য যাত্রীবেশে উঠা প্রতারক চক্রের ওইসব মলম পার্টির খপ্পরে পড়েছেন তিনি। তাকে রাস্তার এক পাশে পড়া থাকাবস্থায় উদ্ধার করে এদিন রাতে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়। তার মাথা, হাত ও পায়ে প্রচন্ড আঘাত হয়েছে। হাসপাতালের ৫ম তলায় বতর্মানে ভর্তি রয়েছেন। তার সুস্থতায় পরিবারবর্গ সকলের কাছে দোয়া চেয়েছেন।
Posted ১:৫৮ পূর্বাহ্ণ | শনিবার, ৩০ জুন ২০১৮
dbncox.com | ajker deshbidesh