নিজস্ব প্রতিবেদক,উখিয়া | বুধবার, ০৮ অক্টোবর ২০২৫ | প্রিন্ট | 185 বার পঠিত | পড়ুন মিনিটে
কক্সবাজার-টেকনাফ মহাসড়কের মরিচ্যা যৌথ চেকপোস্ট এলাকায় মোটরসাইকেলের এয়ার ফিল্টারে বিশেষ কায়দায় লুকানো ২২ হাজার পিস ইয়াবাসহ নেওয়াজ উদ্দিন মোরশেদ (২০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার (৭ অক্টোবর) সকাল পৌনে নয়টার দিকে এ অভিযান চালানো হয়। আটককৃত যুবক টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের পূর্ব ফুলের ডেইল এলাকার মোহাম্মদ হোসাইনের ছেলে।বিজিবি সুত্রে জানা যায়, টেকনাফগামী একটি মোটরসাইকেলকে সন্দেহজনক মনে করে চেকপোস্টে থামায় মরিচ্যা যৌথ চেকপোস্টে দায়িত্বরত বিজিবির টহল দল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ইয়াবা পাচারের কথা স্বীকার করে।
পরবর্তীতে তল্লাশির সময় তার মোটরসাইকেলের এয়ার ফিল্টারের ভেতরে বিশেষভাবে লুকানো অবস্থায় ২২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।বিষয়টি নিশ্চিত করে ৩০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদ জানান, আটক মাদক কারবারির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
ডিবিএন/জেইউ।
.
এ বিভাগের আরও খবর