মঙ্গলবার ২৬শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১১ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম
পৌর পরিষদসহ বিভিন্ন মহলের শোক

মধ্যম নুনিয়াছড়ার ইঞ্জিনিয়ার শফি আর নেই : আজ জানাজা

বার্তা পরিবেশক   |   বুধবার, ২০ ফেব্রুয়ারি ২০১৯

মধ্যম নুনিয়াছড়ার ইঞ্জিনিয়ার শফি আর নেই : আজ জানাজা

শহরের মধ্যম নুনিয়াছড়ার আলহাজ নুর আহমদের ২য় পুত্র চট্টগ্রাম পলিটেকনিক্যাল ইনিস্টিউটের সাবেক উপাধ্যক্ষ ও সিভিল ডিপার্টমেন্টের বিভাগীয় প্রধান ইন্ঞ্জিনিয়ার মোহাম্মদ শফিউল্লাহ(৬৩) গতকাল মঙ্গলবার দুপুর সাড়ে ১২ টায় চট্টগ্রামের নাসিবাদে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি—-রাজিউন)।
মরহুমের প্রথম নামাজে জানাজা চট্টগ্রাম পলিটেকনিক স্টাফ কোয়ার্টার মাঠে গতকাল মঙ্গলবার আসরের নামাজের পর অনুষ্ঠিত হয়। মরহুমের দ্বিতীয় নামাজে জানাজা শহরের মধ্যম নুনিয়াছড়ার মাদ্রাসা-এ-তৈয়বিয়া তাহেরিয়া সুন্নিয়া (আলিম) মাদ্রাসার মাঠে আজ ২০ ফেব্রুয়ারি সকাল ১০ টায় অনুষ্ঠিত হবে বলে মরহুমের পারিবারিক সুত্রে জানা গেছে।
মৃত্যুকালে তিনি তার দুই কন্যা,স্ত্রীসহ অনেক আত্মীয় স্বজন রেখে গেছেন।
মেয়র মুজিবসহ পৌর পরিষদের শোক
কক্সবাজার শহরের মধ্যম নুনিয়াছড়ার কৃতি সন্তান, বঙ্গবন্ধু’র আদর্শের একনিষ্ট সৈনিক, চট্টগ্রাম নাসিরাবাদ পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের সাবেক ভাইস-প্রিন্সিপাল ইঞ্জিনিয়ার মোহাম্মদ শফিউল্লাহ ও ১নং ওয়ার্ডের কাউন্সিলর আকতার কামাল আজাদের বড় ভাই সমাজসেবক সামসুল আলম সওদাগরের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে কক্সবাজার পৌর পরিষদ।
সংবাদপত্রে প্রেরিত এক বিবৃতিতে শোক প্রকাশ করেন মেয়র মুজিবুর রহমান, প্যানেল মেয়র-১ মাহবুবুর রহমান চৌধুরী, প্যানেল মেয়র-২ হেলাল উদ্দিন কবির, প্যানেল মেয়র-৩ শাহেনা আক্তার পাখি, মিজানুর রহমান, দিদারুল ইসলাম রুবেল, সাহাব উদ্দিন সিকদার, ওমর ছিদ্দিক লালু, আশরাফুল হুদা ছিদ্দিকী জামশেদ, রাজ বিহারী দাশ, সালাউদ্দিন সেতু, নুর মোহাম্মদ, কাজী মোরশেদ আহাম্মদ বাবু, সংরক্ষিত আসনের কাউন্সিলর ইয়াছমিন আক্তার, জাহেদা আক্তার, নাছিমা আক্তার, সচিব রাসেল চৌধুরী ও মেয়র পিএ রূপনাথ চৌধুরী। তাঁরা মরহুমদ্বয়ের বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
এদিকে বাংলাদেশ পৌরসভা সার্ভিস এসোসিয়েশন, কক্সবাজার এর পক্ষ থেকে সভাপতি মোঃ খোরশেদ আলম ও সাধারণ সম্পাদক আবদুল মাবুদ রাজনসহ পৌরসভার সকল কর্মকর্তা-কর্মচারীবৃন্দ শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। অন্য এক বিবৃতিতে পৌরসভার বিদ্যুৎ বিভাগের কর্মচারী বাবুলের মাতার মৃত্যুতেও শোক প্রকাশ করেন পৌরসভা সার্ভিস এসোসিয়েশনের নেতৃবৃন্দ।
লুৎফুর রহমান কাজলের শোক
শহরের কুতুবদিয়া পাড়া ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি ও পৌর কাউন্সিলর আকতার কামালের শ্রদ্ধেয় বড় ভাই শামশুল আলমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন কক্সবাজার সদর রামু আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির মৎস্যজীবি বিষয়ক সম্পাদক লুৎফুর রহমান কাজল।
এক শোক বার্তায় তিনি মরহুমের আত্বার মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
জেলা বিএনপি ও পৌর বিএনপির শোক
বিএনপি নেতা শামশুল আলমের মৃত্যুতে শোক প্রকাশ করে বিবৃতি কক্সবাজার জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি কুতুবদিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এ,টি,এম নুরুল বশর চৌধরী, সাধারণ সম্পাদক শামীম আরা স্বপ্না, পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব রফিকুল হুদা চৌধুরী, সাধারণ সম্পাদক রাশেদ মোহাম্মদ আলী, সাংগঠনিক সম্পাদক এডভোকেট আব্দুল কাইয়ুম।
এক যৌথ বিবৃতিতে নেতৃবৃন্দরা বিএনপির নিবেদিত প্রাণ মরহুম শামশুল আলমের আত্বার মাগফেরাত কামনা করেন এবং পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা ও সহমর্মিতা জ্ঞাপন করেন।

Comments

comments

Posted ২:১১ পূর্বাহ্ণ | বুধবার, ২০ ফেব্রুয়ারি ২০১৯

dbncox.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

প্রকাশক
তাহা ইয়াহিয়া
সম্পাদক
মোঃ আয়ুবুল ইসলাম
প্রধান কার্যালয়
প্রকাশক কর্তৃক প্রকাশিত এবং দেশবিদেশ অফসেট প্রিন্টার্স, শহীদ সরণী (শহীদ মিনারের বিপরীতে) কক্সবাজার থেকে মুদ্রিত
ফোন ও ফ্যাক্স
০৩৪১-৬৪১৮৮
বিজ্ঞাপন ও সার্কুলেশন
01870-646060
Email
ajkerdeshbidesh@yahoo.com