বুধবার ২৭শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১২ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

মংডুতে বিজিবি-বিজিপি পতাকা বৈঠক, বাংলাদেশী ৯ জন জেলেকে ফেরত দিয়েছে মিয়ানমার

  |   বুধবার, ২৫ নভেম্বর ২০২০

মংডুতে বিজিবি-বিজিপি পতাকা বৈঠক, বাংলাদেশী ৯ জন জেলেকে ফেরত দিয়েছে মিয়ানমার

দীপক শর্মা দীপু
বাংলাদেশ ও মিয়ানমার দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী পর্যায়ে পতাকা বৈঠক শেষে আটক নয়জন বাংলাদেশী জেলেকে ফেরত দিয়েছে মিয়ানমার।

২৫ নভেমম্বর বুধবার সকাল ১১ টায় মিয়ানমারের মংডু ১ নম্বর এন্ট্রি/এক্সিট পয়েন্টে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে বিজিবি প্রতিনিধি দল বিকাল দুইটায় টেকনাফ ট্রানজিট জেটিতে পৌঁছায়।

দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী পর্যায়ে পতাকা বৈঠকে বাংলাদেশের দশ সদস্যের প্রতিনিধি দলে নেতৃত্ব দেন ২ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ ফয়সল হাসান খান ও মিয়ানমারের সাত সদস্যের প্রতিনিধি দলে নেতৃত্ব দেন ৪ বর্ডার গার্ড পুলিশ (বিজিপি) পুলিশ লে. কর্ণেল ঝো লিন অং।

টেকনাফ ২ বিজিবি অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ ফয়সল হাসান খান জানান, গত ১০ নভেম্বর সেন্ট মার্টিনের দুই কিলোমিটার দক্ষিণ বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে নয়জন জেলেসহ একটি মাছ ধরার ট্রলারের ইঞ্জিন নষ্ট হয়ে যায়। পরে ট্রলারটি ¯্রােতের টানে মিয়ানমার জলসীমায় ঢুকে পড়লে বিজিপি টহলদল ট্রলারসহ জেলেদের আটক করে নিয়ে যায়। পরে বিজিবি বাংলাদেশী জেলেদের ফেরত আনতে জোর প্রচেষ্টা চালায়। একপর্যায়ে বিজিবির তৎপরতায় মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী বিজিপি আটক জেলেদের হস্তান্তর করতে সম্মত হয়।আজ (বুধবার) পতাকা বৈঠকের মাধ্যমে তাদের ফেরত আনা হয়েছে।

বিজিবি অধিনায়ক আরো জানান, ফেরত আনা নয়জন বাংলাদেশী নাগরিককে পুলিশের সহায়তায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার সমন্বয়ে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখার ব্যবস্থা করা হয়েছে।

ফেরত আসা জেলেরা হলেন টেকনাফের সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ এলাকার মো. নুরুল ইসলাম, ইসমাইল প্রকাশ হোসেন, মো. ইলিয়াছ, মো. ইউনুছ, মো. আলম প্রকাশ কালু, সাইফুল, ছলিম উল্লাহ, নুর কামাল ও মো. লালু মিয়া।

Comments

comments

Posted ৫:৫৭ অপরাহ্ণ | বুধবার, ২৫ নভেম্বর ২০২০

dbncox.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

প্রকাশক
তাহা ইয়াহিয়া
সম্পাদক
মোঃ আয়ুবুল ইসলাম
প্রধান কার্যালয়
প্রকাশক কর্তৃক প্রকাশিত এবং দেশবিদেশ অফসেট প্রিন্টার্স, শহীদ সরণী (শহীদ মিনারের বিপরীতে) কক্সবাজার থেকে মুদ্রিত
ফোন ও ফ্যাক্স
০৩৪১-৬৪১৮৮
বিজ্ঞাপন ও সার্কুলেশন
01870-646060
Email
ajkerdeshbidesh@yahoo.com