শুক্রবার ২রা জুন, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম
প্রথম আলো ২০তম প্রতিষ্টাবার্ষিকী উৎসব

ভালোর সাথে থাকার অঙ্গীকার

বার্তা পরিবেশক   |   সোমবার, ০৫ নভেম্বর ২০১৮

ভালোর সাথে থাকার অঙ্গীকার

দেশের শীর্ষ দৈনিক প্রথম আলোর ২০তম প্রতিষ্টাবার্ষিকী (গতকাল রোববার) দুপুরে কক্সবাজার প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্টিত হয়েছে। কেক কেটে জন্মদিন উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. কামাল হোসেন। অনুষ্টানে বিশেষ অতিথি ছিলেন, পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন, কক্সবাজার সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের সহকারী প্রধানশিক্ষক মো. নাছির উদ্দিন, দৈনিক কালেরকন্ঠের সিনিয়র স্টাফ রিপোর্টার তোফায়েল আহমেদ, কক্সবাজার বাঁচাও আন্দোলনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আয়াছুর রহমান, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সদস্য মোহাম্মদ মুজিবুল ইসলাম, কক্সবাজার সোসাইটির সভাপতি গিয়াস উদ্দিন।
অনুষ্টানের শুরুতে স্বাগত বক্তব্য দেন, প্রথম আলো কক্সবাজার আঞ্চলিক কার্যালয়ের প্রধান সাংবাদিক আব্দুল কুদ্দুস রানা।
উপস্থিত সকলকে শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক মো. কামাল হোসেন। শপথ ছিল-‘ আমরা সারা জীবন আলোর পথে থাকব। ভালোর সঙ্গে থাকব।আমরা জঙ্গীবাদ ও মাদক থেকে দূরে থাকব। সমাজকে মাদকমুক্ত রাখব।’
প্রথম আলোর সাংবাদিক আব্দুল কুদ্দুস রানা বলেন, সমাজে যা কিছু ভাল-তার সাথে প্রথম আলো ২০ বছর ধরে কাজ করে আসছে। এরমধ্যে আছে এসএসসি কৃতিশিক্ষার্থীদের জিপিএ-৫ সংবর্ধনা, গণিত উৎসব, ভাষা প্রতিযোগ, বিজ্ঞান মেলা, ফিজিক্স অলিম্পিয়াড,বিতর্ক উৎসব, ইন্টারনেট উৎসব, তারুণ্যের জয়োৎসবসহ মাদক বিরোধী প্রচারণা চালিয়ে আসছে । ২০ বছর বয়সে প্রথম আলোর শ্লোগান হচ্ছে, ‘ ভালোর সাথে আলোর পথে ’।দেশের ভবিষ্যত প্রজন্মকে ভালোর সাথে রেখে বাংলাদেশকে আলোর পথে এগিয়ে নেওয়াই আমাদের মুল লক্ষ্য ও উদ্দেশ্য।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. কামাল হোসেন বলেন, বস্তুনিষ্ট সংবাদ পরিবেশনের পাশাপাশি প্রথম আলো সামাজিক নানা কর্মকার্ডের সাথে যুক্ত বলেই দেশের অন্যতম প্রধান দৈনিকের আসনে বসতে পেরেছে প্রথম আলো । ভালো কাজের পাশাপাশি তিনি প্রথম আলোতে কক্সবাজারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরার অনুরোধ জানান।
বিশেষ অতিথির বক্তব্যে পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন বলেন, প্রথম আলোর প্রধানশক্তি তার বিপুলসংখ্যক পাঠক। সংবাদ পরিবেশনের পাশাপাশি সমাজ পরিবর্তনে বড়ভুমিকা রাখছে প্রথম আলো।
বেলা ১১টায় বন্ধুসভার সভাপতি ইব্রাহিম খলিলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আরিফুর রহমানের সঞ্চালনায় অনুষ্টিত আলোচনাসভায় বক্তব্য দেন, বন্ধুসভার উপদেষ্টা ও মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে নোঙরের নির্বাহী পরিচালক দিদারুল আলম রাশেদ, কক্সবাজার পিপলস ফোরামের সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল, বন্ধুসভার সদস্য কায়সার হামিদ, ইনজামামুল হক, রিফাতুল আলম প্রমুখ।
গান ও কবিতা আবৃত্তি করেন আফিয়া শামা বৃন্তা, ফাউজিয়া তাবাচ্ছুম ও তাসনোভা শামীম ইরা।
দুপুরে বন্ধুসভার সদস্যরা একটি ভালো কাজের অংশ হিসাবে শহরের বাহারছড়া এলাকার পথশিশুদের স্কুল ‘ স্বপ্নজাল ‘ এর খুদে শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাউপকরণ (বই, খাতা-কলম, আর্ট পেপার, রংপেন্সিল, হোয়াইটবোর্ড-মার্কার) বিতরণ করা হয়। এর আগে চলে মিষ্টিমুখ।

Comments

comments

Posted ১:২১ পূর্বাহ্ণ | সোমবার, ০৫ নভেম্বর ২০১৮

dbncox.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

প্রকাশক
তাহা ইয়াহিয়া
সম্পাদক
মোঃ আয়ুবুল ইসলাম
প্রধান কার্যালয়
প্রকাশক কর্তৃক প্রকাশিত এবং দেশবিদেশ অফসেট প্রিন্টার্স, শহীদ সরণী (শহীদ মিনারের বিপরীতে) কক্সবাজার থেকে মুদ্রিত
ফোন ও ফ্যাক্স
০৩৪১-৬৪১৮৮
বিজ্ঞাপন ও সার্কুলেশন
01870-646060
Email
ajkerdeshbidesh@yahoo.com