| শুক্রবার, ০৬ জুলাই ২০১৮
একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে পাঁচ মিনিট পারফরমেন্স করার জন্য পাঁচ কোটি রুপি পারিশ্রমিক নিয়েছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। আর সেই প্রিয়াঙ্কাই নাকি পুরো একটি ছবিতে অভিনয়ের জন্য মাত্র সাড়ে ছয় কোটি রুপি নিচ্ছেন। সম্প্রতি এমনটাই তথ্য প্রকাশ করেছে ভারতীয় সংবাদ মাধ্যমগুলো।
>গত দুই বছর আমেরিকান টেলিভিশন সিরিজ ‘কোয়ান্টিকো’ ও হলিউড ছবির কাজ নিয়ে ব্যস্ত ছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। তাই বলিউড ছবির জন্য খুব একটা সময় বের করতে পারেননি ৩৫ বছর বয়সী এই অভিনেত্রী। সবশেষ ২০১৬ সালে মুক্তিপ্রাপ্ত ‘জয় গঙ্গাজল’ ছবিতে দেখা গেছে তাকে।
আলি আব্বাস জাফর পরিচালিত ‘ভারত’-এ অভিনয়ের মধ্য দিয়ে দুই বছর পর বলিউডে কামব্যাক করছেন পিসি। আগামী সপ্তাহে শুরু হবে ছবিটির শুটিং। এতে তার সহশিল্পী হিসেবে রয়েছেন সুপারস্টার সালমান খান।
জানা গেছে, ‘ভারত’-এ অভিনয়ের জন্য মাত্র সাড়ে ছয় কোটি রুপি পারিশ্রমিক নিচ্ছেন প্রিয়াঙ্কা চোপড়া। তবে বিষয়টি নিয়ে এখনও পর্যন্ত কোনো মন্তব্য করেননি ‘বাজিরাও মাস্তানি’খ্যাত এই তারকা।
দেশবিদেশ /০৬ জুলাই ২০১৮/নেছার
Posted ৭:০২ অপরাহ্ণ | শুক্রবার, ০৬ জুলাই ২০১৮
dbncox.com | ajker deshbidesh