দেশবিদেশ অনলাইন ডেস্ক | সোমবার, ১১ জুন ২০১৮
মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা পণ্যের ওপর কড়া শুল্ক আরোপ করায় ভারতের ওপর চরম ক্ষোভ প্রকাশ করলেন ট্রাম্প। এজন্য ভারতের সঙ্গে সব বাণিজ্যিক সম্পর্ক বন্ধ করার হুমকিও দিলেন তিনি।
জি-৭ বৈঠকের মাঝে একটি সাংবাদিক সম্মেলনে যোগ দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, ভারত আমাদের দেশ থেকে বেশ কয়েকটি পণ্য সামগ্রী আমদানি করে। সেসব পণ্যের কয়েকটিতে ১০০ শতাংশ আবার বেশ কয়েকটিতে ৭৫ বা ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছে। ভারত ছাড়াও আরো কিছু দেশ এমন করেছেন আমাদের সঙ্গে।
ট্রাম্পের ভাষ্য অনুযায়ী, ‘যেসব দেশ শুল্ক বৃদ্ধি করেছে সেসব দেশের সঙ্গে আমরা কথা বলেছি। প্রয়োজনে সেসব দেশের সঙ্গে আমরা বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করবো।
মার্কিন প্রেসিডেন্ট আরো বলেন, আমরা একাধিক পণ্যের ওপর শুল্ক নিই না। এতে এসব পণ্য সাধারণ মানুষের কাছে সহজলভ্য হচ্ছে। সেইসঙ্গে দেশগুলো লাভবান হচ্ছে।
Posted ১০:৩১ অপরাহ্ণ | সোমবার, ১১ জুন ২০১৮
dbncox.com | ajker deshbidesh