ডিবিএন ডেস্ক | শুক্রবার, ০৯ জুন ২০২৩
সদ্য অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় মোহছেনা আক্তার যে চারটি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিয়েছেন, সবকটি বিশ্ববিদ্যালয়ে সফলতার সঙ্গে উত্তীর্ণ হয়েছেন।
মোহছেনা কক্সবাজারের মহেশখালী উপজেলার ছোট মহেশখালী উত্তর সিপাহীপাড়ার ফরিদুল আলম ও মুবিনা আক্তারের মেয়ে।
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটে ৩৬৩ নম্বর, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটে ৩৯২, জিএসটি’র বি ইউনিটে ৯০০ এবং বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনে ৪২ নম্বর তালিকায় রয়েছেন।
এর আগে মোহছেনা আক্তার ২০২০ সালের দাখিল পরীক্ষায় মহেশখালী পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসা এবং ২০২২ সালের আলিম পরীক্ষায় ঢাকা বারিধারা নাজমুল উলুম আলিম মাদ্রাসা থেকে অংশগ্রহণ করে গোল্ডেন এ প্লাস পেয়েছেন।
একই সঙ্গে ২০২২ সালে ট্যালেন্টপুলে বৃক্তি পেয়ে ঢাকা বিভাগের দ্বিতীয় স্থান অর্জন করেছেন।
মোহছেনার এই কৃতিত্বের জন্য তার মা-বাবা, মামা- মৌলানা আনছার এবং রেজাউল করিম ও চাচা- মো. সরওয়ার ওসমান সকল শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। এবং তার ভবিষ্যৎ উজ্জ্বলের জন্য দোয়া চেয়েছেন।
Posted ১০:৩১ পূর্বাহ্ণ | শুক্রবার, ০৯ জুন ২০২৩
dbncox.com | Bijoy Kumar