দেশবিদেশ অনলাইন ডেস্ক | রবিবার, ২৭ অক্টোবর ২০১৯
দাবানল নিয়ন্ত্রণে আনতে না পারায় যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। এতে বিশ লাখেরও বেশি মানুষের বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ার আশংকা তৈরি হয়েছে। উত্তর ক্যালিফোর্নিয়ার প্রায় ৯০ হাজার মানুষকে অগ্নিকাণ্ডের আশংকায় ঘর ছাড়তে হয়েছে।
আজ রবিবার আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এ খবর জানিয়েছে।
ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের এক কর্মকর্তা সংবাদ সম্মেলন করে জানিয়েছেন , বিদ্যুৎ বিচ্ছিন্ন করার কারণে ক্ষতিগ্রস্ত হতে পারে ৯ লাখ ৪০ হাজার বসতবাড়িসহ উত্তর ক্যালিফোর্নিয়ার ৩৬টি কাউন্টির ব্যবসা প্রতিষ্ঠান। এদিকে, অঙ্গরাজ্যেটির ইতিহাসে একসঙ্গে এত মানুষের বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ার ঘটনা এটিই প্রথম বলে জানা যায়।
Posted ৪:১১ অপরাহ্ণ | রবিবার, ২৭ অক্টোবর ২০১৯
dbncox.com | ajker deshbidesh