দেশবিদেশ অনলাইন ডেস্ক | শুক্রবার, ২৫ অক্টোবর ২০১৯
ব্রাজিলে প্রবেশের ক্ষেত্রে এবার থেকে আর ভিসা লাগবে না ভারত ও চীনের নাগরিকদের। এই দু’দেশের পর্যটক ও ব্যবসায়ীদের জন্য ভিসা ছাড়াই দেশটিতে ভ্রমণের এ ঘোষণা দিয়েছেন ব্রাজিলের প্রেসিডেন্ট জায়ার বোলসোনারো।
চীন সফরে এসে বৃহস্পতিবার এ কথা জানান ব্রাজিলের প্রেসিডেন্ট।
চলতি বছরের শুরুতে প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণের পরপরই ব্রাজিলে পর্যটকদের ভিসা দেওয়ার ক্ষেত্রে বাড়তি শর্তাবলী কমিয়ে নিয়ে আনেন বোলসোনারো।
আগে উন্নয়নশীল অনেক দেশের নাগরিকদের ব্রাজিলে প্রবেশে বাধার মুখে পড়তে হতো।
চলতি বছরের শুরুতে যুক্তরাষ্ট্র, জাপান, কানাডা ও অস্ট্রেলিয়ার ব্যবসায়ী ও পর্যটকদের ভিসার ক্ষেত্রে জটিল সব নিয়ম তুলে নেয় ব্রাজিল সরকার। কিন্তু নিজ দেশের নাগরিকদের সেসব দেশে প্রবেশে কোনো ছাড় পায়নি ব্রাজিল।
দেশবিদেশ/নেছার
Posted ৮:৫৩ অপরাহ্ণ | শুক্রবার, ২৫ অক্টোবর ২০১৯
dbncox.com | ajker deshbidesh