টেকনাফ অফিস | শুক্রবার, ০৬ জুলাই ২০১৮
টেকনাফের সাবরাং পুরান পাড়া এলাকা থেকে ১২ হাজার ইয়াবা উদ্ধার করেছে বিজিবি। যার আনুমানিক মূল্য ৩৬ লাখ টাকা। ২ বিজিবি ব্যাটালিয়নের অতিরিক্ত পরিচালক শরীফুল ইসলাম জোমাদ্দার জানান, বৃহস্পতিবার দিনগত রাত সোয়া ৮টার দিকে সাবরাং বিওপির নায়েক মো. মনিরুল ইসলাম এর নেতৃত্বে একটি টহলদল পুরান পাড়া এলাকায় বাজারের ব্যাগ হাতে আসা এক ব্যক্তিকে থামতে বললে সে ব্যাগটি ফেলে গ্রামের ভিতর পালিয়ে যায়। পরে ব্যাগে তল্লাশী চালিয়ে বেগুন, বরবটির সাথে সুকৌশলে লুকানো ১২ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।
Posted ১০:১৬ অপরাহ্ণ | শুক্রবার, ০৬ জুলাই ২০১৮
dbncox.com | ajker deshbidesh