দেশবিদেশ অনলাইন ডেস্ক | রবিবার, ১৬ ডিসেম্বর ২০১৮
বিশ্বজুড়ে এখন ঋণের পরিমাণ সব সময়ের মধ্যে সর্বোচ্চ। এর পরিমাণ ১৮৪ ট্রিলিয়ান বা এক কোটি ৮৪ লাখ কোটি ডলার। ফলে গড়ে বিশ্বে প্রতিজন মানুষের কাঁধে ৮৬ হাজার ডলারেরও বেশি ঋণ। আন্তর্জাতিক অর্থ তহবিল আইএমএফ এ কথা বলেছে। তারা শুক্রবার আপডেট করেছে ‘গ্লোবাল ডেবট ডাটাবেজ’। তাতেই এসব তথ্য উঠে এসেছে। এ খবর দিয়েছে পাকিস্তানের অনলাইন ডন।
ওই ডাটায় বিশ্বে গড়ে প্রতিজন মানুষের যে ঋণ তা গড় মাথাপিছু আয়েরগ আড়াই গুণেরও বেশি।
Posted ৯:৫৪ অপরাহ্ণ | রবিবার, ১৬ ডিসেম্বর ২০১৮
dbncox.com | ajker deshbidesh