দেশবিদেশ অনলাইন ডেস্ক | শনিবার, ২৫ আগস্ট ২০১৮
রোহিঙ্গা সঙ্কট সমাধানে বিশ্বব্যাপি একসঙ্গে কাজ করার আহবান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব এন্তোনিও গুতেরেস। বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গাদের প্রতি সমবেদনা জানিয়ে এক টুইটে তিনি বাংলাদেশ সফরকালে রোহিঙ্গাদের দুর্দশার যে চিত্র দেখে গেছেন তা উল্লেখ করেন।
তিনি বলেন, গত মাসে রোহিঙ্গা শরনার্থীদের থেকে আমি যে দুঃখজনক ঘটনা শুনেছি তা এখনো আমার কাছে জীবন্ত মনে হচ্ছে। এ টুইট বার্তায় তিনি আন্তর্জাতিকভাবে এ সমস্যা মোকাবিলার আহবান জানান। জাতিসংঘের কর্মকর্তাদের একটি দল বাংলাদেশের রোহিঙ্গা শরনার্থী শিবির ভ্রমণ শেষে একটি প্রতিবেদন প্রকাশ করেছে।
জাতিসংঘের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত সে প্রতিবেদন তুলে ধরেন তিনি।
তিনি লিখেছেন, একটি বছর চলে গেছে। এ সঙ্কট থামাতে আমাদের বিশ্বব্যাপী কাজ করতে হবে।
উল্লেখ্য, গত ১লা জুলাই জাতিগত নির্মূল অভিযানের মুখে মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গা আশ্রয়প্রার্থী ও বাংলাদেশের জনগণের সঙ্গে একাত্মতা প্রকাশ করতে বাংলাদেশ সফরে এসেছিলেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস।
Posted ১০:২৫ অপরাহ্ণ | শনিবার, ২৫ আগস্ট ২০১৮
dbncox.com | ajker deshbidesh