দেশবিদেশ অনলাইন ডেস্ক | বৃহস্পতিবার, ১৪ জুন ২০১৮
বিশ্বকাপ ফুটবল ২০১৮’র উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিতে বৃহস্পতিবারই প্রতিরক্ষা মন্ত্রীকে সঙ্গে নিয়ে রাশিয়া গেছেন সৌদি আরবের ক্রাউন প্রিন্স মুহাম্মদ বিন সালমান। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আমন্ত্রণে সে দেশে গেছেন তিনি।
ইতোমধ্যেই সৌদি আরব এবং রাশিয়া ফুটবল দল খেলা শুরু করেছে। বাংলাদেশে সময় রাত ৯ টা ৫৫ মিনিট পর্যন্ত (ম্যাচের প্রথমার্ধে) দু’টি গোল দিয়েছে রাশিয়া। তবে সৌদি আরব কোনো গোল দিতে পারেনি।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন উপস্থিত থেকে বক্তব্যও দিয়েছেন। জানা গেছে ওই অনুষ্ঠানে মুহাম্মদ বিন সালমানও উপস্থিত থাকার কথা। ক্রাউন প্রিন্স এবং প্রতিরক্ষা মন্ত্রীকে অভ্যর্থনা জানিয়েছেন পুতিন। পরে পুতিনের সঙ্গে তাদের বৈঠকেরও শিডিউল রয়েছে।
মস্কো বিমানবন্দরে অবতরণের পরই মুহাম্মদ বিন সালমান বলেছেন, রাশিয়ার সঙ্গে কাজ করতে তারদেশ আগ্রহী। যাতে সারাবিশ্বের মানুষের উপকার হয়। মস্কোর তরফ থেকেও ইতিবাচক ইঙ্গিত দেওয়া হয়েছে।
Posted ১০:২৩ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৪ জুন ২০১৮
dbncox.com | ajker deshbidesh