দেশবিদেশ অনলাইন ডেস্ক | বুধবার, ২০ জুন ২০১৮
‘গ্রেম অব থ্রোনস’-এর প্রাণভোমরা ছিলেন তিনি। এই সিরিজই তাঁকে তারকা বানিয়েছে, সারা দুনিয়ার লাখো দর্শকের কাছে করেছে পরিচিত। সিরিজে তাঁর অংশের শুটিং শেষে তাই আপ্লুত এমিলিয়া ক্লার্ক। ‘গ্রেম অব থ্রোনস’-এ ডিনেরিস টার্গেরিয়ান চরিত্র করেছেন তিনি। ২৬ জুন থেকে শুরু হবে সিরিজটির অষ্টম সিজন। তাঁর আগে একটি ‘ইনস্টাগ্রাম’-এ সেলফি পোস্ট করে সিরিজ থেকে নিজের বিদায়ের খবর দেন ব্রিটিশ অভিনেত্রী, ‘এটা দারুণ একটা সফর ছিল। গ্রেম অব থ্রোনস, তোমাকে ধন্যবাদ আমাকে এমন একটা জীবন উপহার দেওয়ার জন্য, যা আমি স্বপ্নেও ভাবিনি। আর এই পরিবারকে সব সময়ই মিস করব। প্রায় এক দশক এটাই আমার বাড়ি ছিল।’ ক্লার্কের এই পোস্টের পর শুরু হয়েছে নতুন জল্পনা। কারণ আগেই জানা গেছে, ২০১৯ সালে ছয় পর্বের আরো একটি সিজনের পরই শেষ হবে জনপ্রিয় এই শো। কিন্তু ক্লার্ক যেহেতু অষ্টম সিজনকেই নিজের শেষ বলেছেন, ধারণা করা হচ্ছে এবারই টার্গেরিয়ান মারা যাবে, শেষ সিজনে তাকে দেখা যাবে না।
Posted ১২:৩৪ অপরাহ্ণ | বুধবার, ২০ জুন ২০১৮
dbncox.com | ajker deshbidesh