নিজস্ব প্রতিবেদক | রবিবার, ০২ ডিসেম্বর ২০১৮
বিজয়ের মাস ডিসেম্বরের প্রথম দিনেই জেলায় অবস্থানরত মুক্তিযোদ্ধাদের সম্মান জানালো কক্সবাজার জেলা পুলিশ। জেলা পুলিশ লাইন্সে দেয়া হয় এই সম্মাননা। মুক্তিযোদ্ধাদের সাথে শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি আয়োজন করা হয় চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানের। এ উপলক্ষ্যে আয়োজিত এক আলোচনাসভা গতকাল ১ ডিসেম্বর পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন’র সভাপতিত্বে ও সিনিয়র সহকারি পুলিশ সুপার (সদর) মুহম্মদ সাইফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলাপ্রশাসক মোঃ কামাল হোসেন। সভায় অন্যান্যের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ ইকবাল হোসাইন, ৭১ এ জয়বাংলা বাহিনী প্রধান, বীর মুক্তিযোদ্ধা কামাল হোসেন চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন (অব.) আব্দুস সোবহান, খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা নুুরুল হক (বীরপ্রতীক), বীর মুক্তিযোদ্ধ মোঃ শাহজাহান, বীর মুক্তিযোদ্ধা মোঃ আলীসহ কক্সবাজারের উপজেলা থেকে আগত মুক্তিযোদ্ধাবৃন্দ। অনুষ্ঠানের শুরুতে মহান মুক্তিযুদ্ধে অবিস্মরণীয় অবদানের কথা স্বীকার করে আলোচনা অংশগ্রহণকারীগণ মুক্তিযুদ্ধের চেতনায় সমাজ বিনির্মাণে মুক্তিযোদ্ধাদের অবদান রাখার সুযোগ রয়েছে বলে উল্লেখ করেন। অনুষ্ঠানের শেষ পর্যায়ে আগত মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান করা হয়। এরপর মেজবানে অংশগ্রহণ করেন অতিথিসহ আগত মুক্তিযোদ্ধাবৃন্দ।
Posted ২:৩১ পূর্বাহ্ণ | রবিবার, ০২ ডিসেম্বর ২০১৮
dbncox.com | ajker deshbidesh