দেশবিদেশ অনলাইন ডেস্ক | সোমবার, ১৭ সেপ্টেম্বর ২০১৮
গেল কয়েকদিন শোবিজে গুঞ্জন ওঠে জনপ্রিয় অভিনেত্রী অপি করিমের আবারো সংসার ভেঙেছে। বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে তাদের বিবাহ বিচ্ছেদ হয়েছে এমন খবরই চাউর হয়ছে। তবে এটি নিয়ে বেশ বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হলেন এই অভিনেত্রী। অপি বা তার স্বামী নির্মাতা এনামুল করিম নির্ঝরের পক্ষ থেকে এর কোনো সত্যতা পাওয়া যায়নি। এদিকে এই বিষয়ে জানতে অপি করিম এটিকে গুঞ্জন বলে উড়িয়ে দেন। তনি বলেন, ‘আমরা সুখে আছি। সংসার ভাঙার খবরটি সত্য নয়। দয়া করে কেউ এসব সেনসিটিভ বিষয় নিয়ে মুখরোচক খবর ছড়াবেন না।’
এই অভিনেত্রী আরো বলেন, সকাল থেকেই আমি ক্লাসে ছিলাম।
তাই অনেক কল রিসিভ করতে পারিনি। অসংখ্য কল এসেছে। সম্ভবত সবাই আমার সংসার ভাঙার খবর নিতে চাইছেন। সবার উদ্দেশ্যে বলছি, ‘একটি মিথ্যে খবর খুব দ্রুত ছড়িয়েছে। এর বেশি কিছু নয়। আমরা ভালোবেসে বিয়ে করেছি এবং সুখে সংসার করছি। আমার স্বামী এখন ঢাকার বাইরে চট্টগ্রামে একটা প্রজেক্টের কাজে আছেন। সেও খুব বিরক্ত এবং বিব্রত এসব গুজবে।’
Posted ৭:১৫ অপরাহ্ণ | সোমবার, ১৭ সেপ্টেম্বর ২০১৮
dbncox.com | ajker deshbidesh