শুক্রবার ২৯শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৪ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

বিএসপিএ কেন্দ্রীয় সাধারণ সম্পাদকের সঙ্গে কক্সবাজার শাখা কমিটির সৌজন্য সাক্ষাৎ

তারেকুর রহমান   |   রবিবার, ১০ সেপ্টেম্বর ২০২৩

বিএসপিএ কেন্দ্রীয় সাধারণ সম্পাদকের সঙ্গে কক্সবাজার শাখা কমিটির সৌজন্য সাক্ষাৎ

এশিয়ার ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বাংলাদেশ স্পোর্টস প্রেস এসোসিয়েশন-বিএসপিএ’র কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সামন হোসেনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন কক্সবাজার বিএসপিএ শাখা কমিটির নেতৃবৃন্দ।

শনিবার (৯ সেপ্টেম্বর) বিকেল ৪টায় সাগর পাড়ের একটি অভিজাত হোটেলের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন নবগঠিত কক্সবাজার বিএসপিএ’র আহবায়ক এম.আর মাহবুব।

বাংলাদেশ স্পোর্টস প্রেস এসোসিয়েশন-বিএসপিএ কক্সবাজার শাখার সদস্য সচিব আহসান সুমনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএসপিএ সাধারণ সম্পাদক সামন হোসেন বলেন, সারাদেশে কক্সবাজারের ক্রীড়া সাংবাদিকদের বেশ সুনাম রয়েছে। এই পর্যটন শহরকে ক্রীড়াবান্ধব শহরে পরিণত করতে চাইলে বস্তুনিষ্ঠ ক্রীড়া সাংবাদিকতার পেছনে ছুটতে হবে। তিনি বলেন, দুষ্টু গরুর চেয়ে শূণ্য গোয়াল ভালো। ভালো সংগঠন করতে চাইলে সর্বাগ্রে দরকার ভালো এবং সুশিক্ষিত একদল মানুষ। সেই মানুষ গুলোর নেতৃত্বের দক্ষতা এবং অতীতের সাংগঠনিক অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে নতুন দায়িত্বপ্রাপ্ত নেতারা বিএসপিএকে সুনামের সাথে বহুদূর এগিয়ে নিয়ে যাওয়ার আশা প্রকাশ করেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক।

সভায় সিনিয়র সাংবাদিক আমানুল হক বাবুল, রাসেল চৌধুরী, সায়ীদ আলমগীর, ওমর ফারুক হিরু, শাহনিয়াজ আহমদ, সৈয়দ আলম, আজিজ রাসেল, শাহেদ মিজান, তারেকুর রহমান ও মিজানুর রহমান উপস্থিত ছিলেন।

এর আগে ফুলেল ভালবাসায় বিএসপিএ সাধারণ সম্পাদক সামন হোসেনকে শুভেচ্ছা জানান কক্সবাজার বিএসপিএ’র নেতৃবৃন্দ।

Comments

comments

Posted ২:৫০ পূর্বাহ্ণ | রবিবার, ১০ সেপ্টেম্বর ২০২৩

dbncox.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

প্রকাশক
তাহা ইয়াহিয়া
সম্পাদক
মোঃ আয়ুবুল ইসলাম
প্রধান কার্যালয়
প্রকাশক কর্তৃক প্রকাশিত এবং দেশবিদেশ অফসেট প্রিন্টার্স, শহীদ সরণী (শহীদ মিনারের বিপরীতে) কক্সবাজার থেকে মুদ্রিত
ফোন ও ফ্যাক্স
০৩৪১-৬৪১৮৮
বিজ্ঞাপন ও সার্কুলেশন
01870-646060
Email
ajkerdeshbidesh@yahoo.com