শনিবার ২৫শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ | ১১ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম
জেলা নির্বাচন অফিসে

বিএনপি ও জামায়াতের সাংবাদিকদের নিয়ে সভা

দেশবিদেশ রিপোর্ট   |   শুক্রবার, ২০ জুলাই ২০১৮

বিএনপি ও জামায়াতের সাংবাদিকদের নিয়ে সভা

আগামী ২৫ জুলাই অনুষ্টিতব্য কক্সবাজার পৌরসভার নির্বাচনকে সামনে নিয়ে সরকার বিরোধী জামায়াত-বিএনপি সমর্থিত কতিপয় সংবাদকর্মীদের উপস্থিতিতে কক্সবাজার জেলা নির্বাচন কমিশন অফিসের কর্মকর্তাদের এক গোপন মতবিনিময় সভা অনুষ্টানের অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার বেলা ১১ টার দিকে কক্সবাজার জেলা নির্বাচন অফিসের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়। এদিকে স্থানীয় মুক্তিযুদ্ধের স্বপক্ষের সাংবাদিকদের না জানিয়ে বিএনপি ও জামায়াত সমর্থিতদের সাথে গোপনে জেলা নির্বাচন অফিসের বৈঠক নিয়ে জেলা শহরে নানা গুজব ছড়িয়েছে। ইতিমধ্যে বিতর্ক সৃষ্টি হওয়া মতনিবিময় সভায় খোদ প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের যুগ্ম সচিব (জনসংযোগ) আসাদুজ্জামান। জেলা তথ্য অফিসার মো. নাসির উদ্দীনও সভায় উপস্থিত ছিলেন। জেলা নির্বাচন কর্মকর্তা বিষয়টি পরোক্ষভাবে স্বীকার করেছেন। নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ সমর্থিত মেয়র পদপ্রার্থী মুজিবুর রহমানের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা এ বিষয়ে বলেন-‘ব্যাপারটি অত্যন্ত ষ্পর্শকাতর।

পৌর নির্বাচনে জামায়াতে ইসলামীর নেতা সরোয়ার কামাল এবং বিএনপি নেতা রফিকুল ইসলামও মেয়র পদে প্রার্থী রয়েছেন। কেবল এই দুই মেয়র প্রার্থীর সমর্থিত সংবাদকর্মীদের নিয়ে মতবিনিময় সভার আয়োজনের বিষয়টি অনেক প্রশ্নের জন্ম দিয়েছে।’ তিনি বিষয়টি জেলা প্রশাসককেও অবহিত করেছেন বলে জানিয়েছেন। কক্সবাজার জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ মোজাম্মেল হোসেন এ বিষয়ে জানিয়েছেন-‘ব্যাপারটি আসলে এরকম হয়ে যাবে তা খেয়াল করিনি। আমি আমার অফিসের লোকজনদের দায়িত্ব দিয়েছিলাম সকল সংবাদকর্মীদের ডাকতে। উপজেলা নির্বাচন অফিসার সাংবাদিকদের নির্বাচনের অফিসের টেলিফোন থেকে মতবিনিময় সভায় উপস্থিত হতে ফোন করেন। কিন্তু কেন জানি সবার উপস্থিতি নিশ্চিত করা যায়নি।’

জেলা নির্বাচন কর্মকর্তা আরো বলেন, মতবিনিময় সভায় কেবল কক্সবাজারে এই প্রথমবারের মত ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহন অনুষ্ঠিত হতে যাবার বিষয়টি নিয়ে কথা হয়েছে। তিনি জানান, আগামী ২৫ জুলাই অনুষ্টিতব্য কক্সবাজার পৌরসভা নির্বাচনে ১২ টি ওয়ার্ডের ৩৯ টি ভোট কেন্দ্রের মধ্যে শুধুমাত্র ১১ নং ওয়ার্ডের ৩টি কেন্দ্রে ইভিএম পদ্ধিততে ভোটগ্রহনের আনুষ্ঠিকতা শুরু হতে যাচ্ছে। প্রসঙ্গত: আগামী ২৫ জুলাই অনুষ্টিতব্য কক্সবাজার পৌরসভার ১২ টি ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ৮৩ হাজার ৭২৮ জন। তার মধ্যে পুরুষ ভোটার রয়েছেন ৪৪ হাজার ৩৭৩ জন ও নারী ভোটার রয়েছেন ৩৯ হাজার ৩৫৫ জন। গত ২৬ জুন পৌর নির্বাচনের মনোনয়নপত্র দাখিল, ৩ জুলাই মনোনয়ন পত্র প্রত্যাহার এবং ৪ জুলাই প্রার্থীদের প্রতীক বরাদ্দ করা হয়। নির্বাচনে ৫ জন মেয়র প্রার্থী রয়েছেন।

এবারের পৌর নির্বাচনে প্রতিদ্বন্ধিতায় রয়েছেন ১২টি ওয়ার্ডের সংরক্ষিত আসনে ১৮ জন নারী কাউন্সিলার প্রার্থী এবং ৬৪ জন পুরুষ কাউন্সিলার প্রার্থী।

দেশবিদেশ /২০ জুলাই ২০১৮/নেছার

Comments

comments

Posted ১১:২৮ অপরাহ্ণ | শুক্রবার, ২০ জুলাই ২০১৮

dbncox.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

প্রকাশক
তাহা ইয়াহিয়া
সম্পাদক
মোঃ আয়ুবুল ইসলাম
প্রধান কার্যালয়
প্রকাশক কর্তৃক প্রকাশিত এবং দেশবিদেশ অফসেট প্রিন্টার্স, শহীদ সরণী (শহীদ মিনারের বিপরীতে) কক্সবাজার থেকে মুদ্রিত
ফোন ও ফ্যাক্স
০৩৪১-৬৪১৮৮
বিজ্ঞাপন ও সার্কুলেশন
01870-646060
Email
ajkerdeshbidesh@yahoo.com