মঙ্গলবার ২৬শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১১ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

বাল্যবিয়ের অভিযোগে ইউপি চেয়ারম্যান বরখাস্ত

  |   বৃহস্পতিবার, ১৭ ডিসেম্বর ২০২০

বাল্যবিয়ের অভিযোগে ইউপি চেয়ারম্যান বরখাস্ত

দেশবিদেশ নিউজ ডেস্ক:
কুড়িগ্রামে বাল্যবিয়ের অভিযোগে ইউপি চেয়ারম্যান বরখাস্ত
কুড়িগ্রাম: কাগজ জালিয়াতি করে ‌বাল্যবিয়ে করার অভিযোগে কুড়িগ্রামের উলিপুর উপজেলার বুড়াবুড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু তালেবকে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুরে জান্নাত রুমি চেয়ারম্যানকে বরখাস্তের আদেশ বিষয়টি নিশ্চিত করেছেন।

গত মঙ্গলবার (১৫ ডিসেম্বর) স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের ১৩৭৩ নম্বর স্মারকে সিনিয়র সহকারী সচিব মো. আবু জাফর রিপনের স্বাক্ষরিত এক আদেশে বরখাস্তের বিষয়টি জানানো হয়।

আদেশে বলা হয়, উলিপুর উপজেলার বুড়াবুড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবু তালেব বাল্যবিয়ে নিরোধ আইন-২০১৭ অমান্য করে কনে মোছা. বর্নিতা ওসমান বর্নির জন্ম তারিখ পরির্বতন করে বিয়ে করেছেন। যা স্থানীয় তদন্তে প্রমাণিত হয়েছে এবং জেলা প্রশাসক, কুড়িগ্রাম স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ এর ৩৪(১) অনুযায়ী উল্লিখিত ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সুপারিশ করা হয়।

এতে আরও বলা হয়, চেয়ারম্যান সংগঠিত অপরাধমূলক কার্যক্রমের পরিপ্রেক্ষিতে তার দ্বারা ইউনিয়ন পরিষদের ক্ষমতা প্রয়োগ প্রশাসনিক দৃষ্টিকোণে সমীচীন নয়, মর্মে সরকার মনে করে।

স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ এর ৩৪(১) অনুযায়ী তাকে স্বীয় পদ থেকে সাময়িক বরখাস্ত করা হলো। এ আদেশ জনস্বার্থে জারি করা হলো এবং তা অবিলম্বে কার্যকর হবে বলেও আদেশে বলা হয়।

গত ১ নভেম্বর ইউপি চেয়ারম্যান আবু তালেব তার ইউনিয়নের দোলন গ্রামের প্রতিবন্ধী বাচ্চু মিয়ার নবম শ্রেণির ছাত্রী বর্নিতা ওসমান বর্নিকে জন্ম সনদ জালিয়াতি করে বিয়ে করেন। বিষয়টি সামাজিক মাধ্যমে ভাইরালসহ বিভিন্ন মিডিয়ায় প্রকাশ হলে নড়েচড়ে বসে স্থানীয় প্রশাসন। পরে এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করে স্থানীয় প্রশাসন।

Comments

comments

Posted ৭:৩৯ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৭ ডিসেম্বর ২০২০

dbncox.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

প্রকাশক
তাহা ইয়াহিয়া
সম্পাদক
মোঃ আয়ুবুল ইসলাম
প্রধান কার্যালয়
প্রকাশক কর্তৃক প্রকাশিত এবং দেশবিদেশ অফসেট প্রিন্টার্স, শহীদ সরণী (শহীদ মিনারের বিপরীতে) কক্সবাজার থেকে মুদ্রিত
ফোন ও ফ্যাক্স
০৩৪১-৬৪১৮৮
বিজ্ঞাপন ও সার্কুলেশন
01870-646060
Email
ajkerdeshbidesh@yahoo.com