দেশবিদেশ অনলাইন ডেস্ক | মঙ্গলবার, ২৮ আগস্ট ২০১৮
এবার বলিউডে অভিষেক হতে যাচ্ছে বাংলাদেশি সুপারমডেল ও অভিনেত্রী অপ্সরা আলীর। সবকিছু ঠিক থাকলে আগামী ফেব্রুয়ারিতে কানাডায় শুরু হবে ছবিটির শুটিং। বাংলাদেশ প্রতিদিনকে এমনটাই জানালেন অপ্সরা।
বলিউডের কার বিপরীতে অভিনয় করছেন জানতে চাইলে অপ্সরা বলেন, এখনই অভিনেতা-নির্মাতা বা অন্য বলতে চাচ্ছি না। বাকি সব সারপ্রাইজের জন্য। সময় এলেই এ নিয়ে বিস্তারিত জানাবো আপনাদের।
এদিকে, সম্প্রতি জার্মানির সুগন্ধি পণ্য ‘বিউটি কুইন’-এর ব্র্যান্ড মডেল হন অপ্সরা। চলতি বছর জার্মানির বার্লিনে অনুষ্ঠিত ‘মিস গ্ল্যামার ফেস ওয়ার্ল্ড ২০১৮’ প্রতিযোগিতায় অংশ নিয়ে ‘অ্যাক্ট্রেস কুইন’ বিভাগে সেরা হয়েছিলেন এ লাস্যময়ী। তারই অংশ হিসেবে বিভিন্ন বিভাগে জয়ী প্রতিযোগীদের সঙ্গে তিনিও ‘বিউটি কুইন’ নামের ওই সুগন্ধির মডেল হওয়ার সুযোগ পান।
এ বিষয়ে অপ্সরা বলেন, প্রতিযোগিতায় বিজয়ীদের নানা সুবিধা দেয় আয়োজকরা। এবার তারা সুগন্ধির ব্র্যান্ডের শুভেচ্ছাদূত করেছে আমাকে। বিশ্বদরবারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার এমন সুযোগ পেয়ে খুবই ভালো লাগছে।
শোবিজ পাড়ায় অপ্সরার পথচলা শুরু ২০১১ সালে। ওই বছর ভিট-চ্যানেল আই টপ মডেল প্রতিযোগিতার সেরা পাঁচে ছিলেন অপ্সরা আলী। জিতে নেন মিস বিউটি স্মাইল খেতাবও। ২০১৫ সালে কুয়ালালামপুরে অনুষ্ঠিত মিস কসমোপলিটান প্রতিযোগিতায় ছিলেন সেরা দশে। ২০১৬ সালে ভারতে ‘মিস এশিয়া-বাংলাদেশ’ প্রতিযোগিতায় স্বর্ণমুকুট জিতে নেন তিনি।
এ পর্যন্ত বেশ কয়েকটি বিজ্ঞাপনচিত্র ও নাটকে অভিনয় করেছেন। বাংলাদেশের বড় বাজেটের ছবি ‘পরবাসিনী’-তে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেন অপ্সরা। অপ্সরার বাড়ি রাজশাহী নগরীর টিকাপাড়ায়। পড়াশুনা করেছেন গ্রাফিক্স ডিজাইন ও মাল্টিমিডিয়া বিষয়ে। ভ্রমণ করতে ভালোবাসেন অপ্সরা। তাছাড়া বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেয়ার সূত্রে মালয়েশিয়া, ভারত, জার্মানি, শ্রীলঙ্কাসহ বেশ কয়েকটি দেশে ঘোরাঘুরি করার সুযোগ পেয়েছেন।
দেশবিদেশ /২৮ আগস্ট ২০১৮/নেছার
Posted ১০:১৪ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৮ আগস্ট ২০১৮
dbncox.com | ajker deshbidesh