দেশবিদেশ অনলাইন ডেস্ক | মঙ্গলবার, ০৭ আগস্ট ২০১৮
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্তর্জাতিক টি২০ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ জয়ে আজ বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন।
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় অনুষ্ঠিত এই তিন ম্যাচ সিরিজের শেষ ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে ১৯ রানে (ডি/এল মেথড) হারিয়ে ২-১ ব্যবধানে সিরিজ জিতে নেয় বাংলাদেশ দল।
শেখ হাসিনা অভিনন্দন বার্তায় এছাড়া বাংলাদেশ দলের খেলোয়াড়, কোচ, সকল কর্মকর্তা ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সংশ্লিষ্ট সকলকে শুভেচ্ছা জানান।
বার্তায় প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন যে, বাংলাদেশ ক্রিকেট দল আগামী দিনেও তার জয়ের ধারাবাহিকতা বজায় রাখবে।
দেশবিদেশ /0৭ আগস্ট ২০১৮/নেছার
Posted ১:০৯ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ০৭ আগস্ট ২০১৮
dbncox.com | ajker deshbidesh