বৃহস্পতিবার ৩০শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৫ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

বাংলাদেশকে ৬০৮ কোটি টাকা অনুদান দিচ্ছে চীন

দেশবিদেশ অনলাইন ডেস্ক   |   বুধবার, ২৩ জানুয়ারি ২০১৯

বাংলাদেশকে ৬০৮ কোটি টাকা অনুদান দিচ্ছে চীন

সেতু নির্মাণ, দুর্যোগ ব্যবস্থাপনা ও অন্যান্য খাতে বাংলাদেশকে ৭২ দশমিক ৬ মিলিয়ন ডলার (বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৬০৮ কোটি ৫০ লাখ টাকা) আর্থিক সহায়তা দিচ্ছে চীন। দু’দেশের মধ্যে আর্থিক ও কৌশলগত সহযোগিতামূলক চুক্তির আওতায় এই অর্থ অনুদান দেয়া হচ্ছে।

গত ২০ জানুয়ারি বাংলাদেশের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) এর সচিব মনোয়ার আহমেদ ও চীনের রাষ্ট্রদূত জুয়াং ঝুর মধ্যে ঢাকায় এ সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হয়।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ইআরডি সচিব মনোয়ার আহমেদ বলেন, চীনের সঙ্গে আমাদের অর্থনৈতিক সম্পর্ক খুবই গুরুত্বপূর্ণ। কারণ চীন বাংলাদেশের সর্ববৃহৎ বাণিজ্যিক অংশীদার।

বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় চীন পাকিস্তানকে সহযোগিতা করে। এমনকি ১৯৭৫ সালের আগে তারা বাংলাদেশের সঙ্গে কোনো কূটনৈতিক সম্পর্কও স্থাপন করেনি। তবে এর পর থেকে দু’দেশের মধ্যে সম্পর্ক ক্রমেই জোরদার হয়েছে।

২০১৩ সালে ওয়ান বেল্ট ওয়ান ওয়ে নীতি গ্রহণ করার পর চীনের প্রেসিডেন্ট শি জিন পিং ঘোষণা করেন, ঢাকা-বেইজিং সম্পর্ক নতুন এক যুগে পৌঁছেছে। ইউনান ও অন্য স্থলসীমাবেষ্টিত প্রদেশগুলোর সঙ্গে ভারত মহাসাগরের সংযোগ স্থাপনে বাংলাদেশ ও মিয়ানমারকে গুরুত্বপূর্ণ অংশীদার মনে করে চীন।

কিন্তু নেপাল, শ্রীলঙ্কা ও মালদ্বীপ থেকে শিক্ষা নিয়ে চীনের সঙ্গে সম্পর্ক স্থাপনে বাংলাদেশ বেশ সচেতন। বেইজিং এর কোনো ঋণের ফাঁদে পড়তে চায় না বাংলাদেশ। তাই বড় অবকাঠামোগত উন্নয়নমূলক প্রকল্পে চীনা ঋণের পরিবর্তে বাংলাদেশ নিজস্ব সম্পদের উপর নির্ভর করতে চায়।

একইসঙ্গে বাংলাদেশ এশিয়ার দুটি মিত্র ভারত ও চীনের সঙ্গে একটা ভারসাম্যমূলক পররাষ্ট্রনীতি অনুসরণ করতে চায়।

Comments

comments

Posted ৬:৫৯ অপরাহ্ণ | বুধবার, ২৩ জানুয়ারি ২০১৯

dbncox.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

প্রকাশক
তাহা ইয়াহিয়া
সম্পাদক
মোঃ আয়ুবুল ইসলাম
প্রধান কার্যালয়
প্রকাশক কর্তৃক প্রকাশিত এবং দেশবিদেশ অফসেট প্রিন্টার্স, শহীদ সরণী (শহীদ মিনারের বিপরীতে) কক্সবাজার থেকে মুদ্রিত
ফোন ও ফ্যাক্স
০৩৪১-৬৪১৮৮
বিজ্ঞাপন ও সার্কুলেশন
01870-646060
Email
ajkerdeshbidesh@yahoo.com