বৃহস্পতিবার ৩০শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৫ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

‘বন্ধ করো’, ক্যাটরিনাকে কেন বললেন দীপিকা?

দেশবিদেশ অনলাইন ডেস্ক   |   রবিবার, ০৩ ফেব্রুয়ারি ২০১৯

‘বন্ধ করো’, ক্যাটরিনাকে কেন বললেন দীপিকা?

নায়িকাদের মধ্যে নাকি খুব একটা সুসম্পর্ক থাকে না—এসব চটকদার কথা রুখে দিয়েছেন বেশ কয়েকজন বলিউড সুন্দরী। সামাজিক যোগাযোগের বিভিন্ন মাধ্যমে তাঁরা একে অন্যকে প্রশংসার জলে ভাসাচ্ছেন। তেমনই উদাহরণ সৃষ্টি করলেন অভিনেত্রী ক্যাটরিনা কাইফ ও দীপিকা পাড়ুকোন।

ক্যাটরিনা কাইফ সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ভিডিও পোস্ট করেছেন। সেখানে অভিনেত্রীকে খুব মন্থর গতিতে লাল রঙের পোশাকে দেখা যাচ্ছে। ক্যাপশনে ক্যাট লিখেছেন, ‘লাল রঙের ছোঁয়ায় সপ্তাহ শেষ করতে চলেছি।’ দেখে মনে হচ্ছে, কোনো ফটোশুটে তোলা। সেই ছবিতে মন্তব্য করেছেন দীপিকা পাড়ুকোন।

ক্যাটরিনার ওই ছবিটি দেখে এতটাই মুগ্ধ হয়েছেন দীপিকা, মন্তব্য-ঘরে লিখেই ফেলেছেন, ‘এখনই বন্ধ করো।’ আর এর সঙ্গে জুড়ে দিয়েছেন হৃদয়চিহ্নের ইমোকনও।

দীপিকা ছাড়াও ক্যাটরিনার ভিডিও-ছবিতে মন্তব্য করেছেন অভিনেতা বরুণ ধাওয়ান। ইতিমধ্যেই ক্যাটরিনার ভিডিওটি ১২ লাখের বেশি দর্শক দেখেছেন।

শুধু তারকারাই নন, ক্যাটরিনার অনুরাগীরাও প্রেমে মশগুল। এক ভক্ত লিখেছেন, ‘ক্যাটরিনা, তোমাকে অসাধারণ দেখাচ্ছে।’ আরেকজন লিখেছেন, ‘উষ্ণ লাল।’ আর ‘লাভ ইউ’ বলেছেন অনেকেই।

গেল বছরের নভেম্বরে রণবীর সিংকে বিয়ে করেন দীপিকা পাড়ুকোন। তাঁদের বিয়েতে বিশেষ অতিথি হিসেবে নিমন্ত্রিত ছিলেন ক্যাটরিনা। করণ জোহর সঞ্চালিত জনপ্রিয় টিভি শো ‘কফি উইথ করণ’-এ গিয়েও ক্যাটরিনা জানিয়েছিলেন, দীপবীরের বিয়ে নিয়ে খুব উত্তেজিত তিনি।

ক্যাটরিনা বলেছিলেন, ‘আমি বিয়েবাড়িতে যেতে খুব ভালোবাসি। সুন্দর পোশাক পরে যেতে ভালো লাগে। তবে অনেকে আমাকে নিমন্ত্রণ করে না, যদিও সেটা আলাদা বিষয়। আমি কিন্তু সবসময় ভাবি এবার নিমন্ত্রণ পাব।’

ক্যাটরিনা কাইফ এখন আলি আব্বাস জাফর পরিচালিত ‘ভারত’ ছবির শুটিং নিয়ে ব্যস্ত। এ ছবিতে রয়েছেন বলিউড সুপারস্টার সালমান খান। ছবিটি কোরিয়ান চলচ্চিত্র ‘অ্যান ওডে টু মাই ফাদার’-এর রিমেক। এতে আরো অভিনয় করছেন দিশা পাটানি, টাবু, সুনীল গ্রোভার, জ্যাকি শ্রফসহ অন্যরা। ষাটের দশকের সার্কাসের ওপর নির্মিত এ ছবি মুক্তি পাবে আগামী ৫ জুন।

গেল বছরটা সালমান খানের খুব একটা ভালো যায়নি। তাঁর অভিনীত ‘রেস-৩’ বক্স অফিসে তেমন ব্যবসা করতে পারেনি। অন্যদিকে ক্যাটরিনা কাইফের দুটো বিশাল বাজেটের ছবিও আশানুরূপ ব্যবসা করতে পারেনি। শাহরুখ খানের সঙ্গে জুটি বাঁধা ‘জিরো’ ও আমির খানের সঙ্গে ‘থাগস অব হিন্দোস্তান’ বক্স অফিসে ফ্লপ হয়েছে। সালমান-ক্যাটরিনার অনুরাগীদের আশা, ‘ভারত’ দিয়ে ফের রুপালি পর্দায় তুফান ছোটাবেন এ তারকাদ্বয়।

আর দীপিকা পাড়ুকোনকে এরপর মেঘনা গুলজার পরিচালিত ‘ছপাক’ ছবিতে দেখা যাবে। অ্যাসিড সন্ত্রাসের শিকার এক নারীর জীবন নিয়ে নির্মিত হবে এ ছবি।

Comments

comments

Posted ১০:৩২ অপরাহ্ণ | রবিবার, ০৩ ফেব্রুয়ারি ২০১৯

dbncox.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এবার নিশ্চিত
এবার নিশ্চিত

(1410 বার পঠিত)

রিচি আসছেন কাল
রিচি আসছেন কাল

(1238 বার পঠিত)

আবারো…
আবারো…

(1226 বার পঠিত)

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

প্রকাশক
তাহা ইয়াহিয়া
সম্পাদক
মোঃ আয়ুবুল ইসলাম
প্রধান কার্যালয়
প্রকাশক কর্তৃক প্রকাশিত এবং দেশবিদেশ অফসেট প্রিন্টার্স, শহীদ সরণী (শহীদ মিনারের বিপরীতে) কক্সবাজার থেকে মুদ্রিত
ফোন ও ফ্যাক্স
০৩৪১-৬৪১৮৮
বিজ্ঞাপন ও সার্কুলেশন
01870-646060
Email
ajkerdeshbidesh@yahoo.com