এম.আর. মাহবুব | বুধবার, ১২ সেপ্টেম্বর ২০১৮
কক্সবাজার বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামের সবুজাভ মাঠে সত্যিকার আর্ন্তজাতিক ফুটবল মাঠে গড়াচ্ছে আগামী ৭ ও ৮ অক্টোবর কক্সবাজারের ঐতিহ্যবাহী এই স্টেডিয়ামে বঙ্গবন্ধু গোল্ডকাপ আর্ন্তজাতিক ফুটবল টুর্ণামেন্টের মর্যদাকর দু’টি সেমি-ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। এরই মধ্যদিয়ে ১৯৫৬ সালে প্রতিষ্ঠিত ৬২ বছর বয়সী এই স্টেডিয়াম আর্ন্তজাতিক ভেন্যুর স্বীকৃতি পাচ্ছে। অবশ্য এর আগে ২০১০ সালে কক্সবাজার বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে আট জাতির সাউথ এশিয়ান ওমেন্স ফুটবল সফল ভাবে আয়োজন করে এফসি, বাফুফেকে তাক্ লাগিয়ে দেয় কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থা। এদিকে গতকাল মঙ্গলবার (১১ সেপ্টেম্বর) সকাল ১১টায় আসন্ন বঙ্গবন্ধু গোল্ডকাপ আর্ন্তজাতিক ফুটবল টুর্ণামেন্টের দু’সেমি ফাইনালের সম্ভাব্য ভেন্যুস্থল কক্সবাজার বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়াম পরিদর্শন করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। প্রতিনিধি দলে ছিলেন বাফুফের গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান ফজলুর রহমান বাবু, বাফুফে সদস্য, কক্সবাজারের কৃতি সন্তান বিজন বড়–য়া, বাফুফের এসিস্ট্যান্ট হেড অব কম্পিটিশন হাসান মাহমুদ, টুর্ণামেন্টের স্পন্সর কে স্পোর্টসের প্রতিনিধি মাহফুজুর রহমান। গতকাল সকালে বাফুফে প্রতিনিধি দলটি বিমান যোগে কক্সবাজার এসে বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে পৌঁছলে জেলা ক্রীড়া সংস্থা ও জেলা ফুটবল এসোসিয়েশনের কর্মকর্তাগণ তাদের ফুলের শুভেচ্ছা ও স্বাগত জানান। এসময় ডিএসএ কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক অনুপ বড়–য়া অপু, সহ-সভাপতি জসিম উদ্দিন, সহ-সভাপতি অধ্যক্ষ জসিম উদ্দিন কক্সবাজার পৌর প্যানেল মেয়র-২ ও ডিএসএ সদস্য হেলাল উদ্দিন কবির, ফুটবল সম্পাদক রাশেদ হোসাইন নান্নু, সদস্য প্রভাষক জসিম উদ্দিন, আলী রেজা তসলিম, খালেদ আজম বিপ্লব, ডিএফএ সহ-সভাপতি শাহাজাহন আনসারী, মোহাম্মদ হানিফ প্রমূখ। পরিদর্শন শেষে বাফুফের গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান ফজলুর রহমান বাবু জানান- পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকতের অপার সৌন্দর্য্যরে সাথে জনপ্রিয় ফুটবলকে একাকার করে কক্সবাজারের রূপ বিশ্বময় ছড়িয়ে দিতে দেশীয় পর্যটনের রাজধানীতে বঙ্গবন্ধু গোল্ডকাপ আন্তর্জাতিক ফুটবলের গুরুত্বপূর্ণ দু’টি সেমি-ফাইনাল ম্যাচ আয়োজনের বিষয়টি ভাবছে আয়োজক বাফুফে। ১৫ হাজার দর্শক ধারণ ক্ষমতার এই স্টেডিয়ামের ফ্যাসেলেটিজ মোটামুটি ভাল। তবে মাঠে প্রচুর কাজ করতে হবে। আশা করি কক্সবাজার ডিএসএ নির্দিষ্ট সময়ের মাঝে পরিপাটি স্টেডিয়াম মাঠ উপহার দিতে পারবে। তিনি বলেন-কক্সবাজারের আবাসন বিশ্বমানের। তাছাড়া দু’টি প্র্যাক্টিস গ্রাউন্ডসও ভালো। সবকিছু মিলিয়ে কক্সবাজারের দর্শকরা ঘরের মাঠে চারটি দলের দু’টি আন্তর্জাতিক ম্যাচ দেখতে পাবে। জেলা ক্রীড়া সাধারণ সম্পাদক অনুপ বড়–য়া অপু বলেন-২০১০ সালে সাউথ এশিয়ান ওমেন্স ফুটবল সফল ভাবে আয়োজন করেছি। জাতির পিতার নামের বঙ্গবন্ধু গোল্ডকাপের সফল ও সুন্দর আয়োজনে জেলা ক্রীড়া সংস্থা সম্ভাব্য সবকিছু করবে। উল্লেখ্য ছয়টি দলের অংশ গ্রহণে আগামী ১ অক্টোবর সিলেট স্টেডিয়ামে বঙ্গবন্ধু গোল্ডকাপ আর্ন্তজাতিক ফুটবল মাঠে গাড়বে। ৭ ও ৮ অক্টোবর কক্সবাজার বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে দু’টি গুরুত্বপূর্ণ সেমি ফাইনাল ও পরবর্তীতে ঢাকা বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে। টুর্ণামেন্টে অংশগ্রহণকারী দল গুলো হলো স্বাগতিক বাংলাদেশ, লাওস ও ফিলিপাইন। গ্রুপ-বি: প্যালেস্টাইন, নেপাল ও তাজিকিস্তান।
দেশবিদেশ /১২ সেপ্টেম্বর ২০১৮/নেছার
Posted ১২:৪০ পূর্বাহ্ণ | বুধবার, ১২ সেপ্টেম্বর ২০১৮
dbncox.com | ajker deshbidesh