দেশবিদেশ প্রতিবেদক | বৃহস্পতিবার, ১২ জানুয়ারি ২০২৩
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ কক্সবাজার জেলা শাখার আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। পরে আইনজীবী সমিতির মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ওই আলোচনা সভায় সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের আহবায়ক অ্যাডভোকেট মমতাজ আহমদ। সদস্য সচিব অ্যাডভোকেট জিয়াউদ্দিন আহমদের সঞ্চালনায় বক্তব্য রাখেন- অ্যাডভোকেট সুলতানুল আলম, অ্যাডভোকেট মাহবুবুর রহমান, অ্যাডভোকেট দীলিপ কুমার ধর, অ্যাডভোকেট তাপস রক্ষিত, অ্যাডভোকেট সাইদ হোসাইন, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আবুল কালাম আজাদ, অ্যাডভোকেট অধ্যাপক নাসির উদ্দিন, অ্যাডভোকেট সাকি এ কাউছার, অ্যাডভোকেট আহসান উল্লাহ, অ্যাডভোকেট সৈয়দ মোহাম্মদ রেজাউর রহমান, অ্যাডভোকেট আবছার কামাল, অ্যাডভোকেট রবিউল এহেসান, অ্যাডভোকেট চৌধুরী ফাহাদ বিন ফিরোজ সোহান, অ্যাডভোকেট নজরুল ইসলিাম লিটন, অ্যাডভোকেট বাবলু মিয়া, অ্যাডভোকেট মীর হারুনুর এরশাদ, অ্যাডভোকেট মোহাম্মদ হারেস প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের স্মৃতিচারণ করেন। এবং দেশে বঙ্গবন্ধুর অবদান সম্পর্কে আলোকপাত করেন। এসময় সিদ্ধান্ত হয়- পরিষদের সদস্যরা আগামী সংসদ নির্বাচন সামনে রেখে যেকোন আন্দোলন, সংগ্রাম ও মিছিল-মিটিংয়ে অংশগ্রহণ করবেন। এবং দলীয় সিদ্ধান্ত মোতাবেক কার্যক্রমে সক্রিয় থেকে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করবে এবং দেশের উন্নয়নে ভূমিকা রাখবে। এসময় পরিষদের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
Posted ১২:০৬ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১২ জানুয়ারি ২০২৩
dbncox.com | Bijoy Kumar