দেশবিদেশ অনলাইন ডেস্ক | বৃহস্পতিবার, ০৬ সেপ্টেম্বর ২০১৮
ফের বাবা হলেন শাহিদ কাপুর। মেয়ে মিশার পরে এবার এক পুত্র সন্তানের বাবা হলেন তিনি। গতকাল বুধবার সন্ধ্যায় মুম্বায়ের হিন্দুজা হেলথকেয়ার হাসপাতালে ছেলের জন্ম দেন শাহিদের স্ত্রী মীরা।
শাহিদের ছেলের জন্মের কথা জেনে সামাজিক যোগাযোগ মাধ্যমে শাহিদ-মীরাকে শুভাচ্ছা জানাতে থাকেন বি-টাউনের সেলিব্রেটিরা। পীতি জনতা, আলিয়া ভাটসহ অনেকেই শুভেচ্ছা জানিয়েছেন কাপুর দম্পতিকে। হাসপাতালে দেখা গেছে শাহিদের মা নীলিমা আজিম আর সৎ ভাই ঈশান খট্টর।
এর আগে ২০১৬ সালের ২৬শে অগস্ট জন্ম হয় এ দম্পতির প্রথম সন্তান মিশার। আর দ্বিতীয় সন্তানের জন্মের পরই পুরোদমে ক্যারিয়ার শুরু করতে চান মীরা।
Posted ৫:৪৮ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৬ সেপ্টেম্বর ২০১৮
dbncox.com | ajker deshbidesh