দেশবিদেশ অনলাইন ডেস্ক | বৃহস্পতিবার, ২৮ জুন ২০১৮
উপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী ফেরদৌসী রহমানের জন্মদিন আজ। এ দিনটিতে অনন্যা রুমার প্রযোজনায় দুপুর ১২টা ৩০ মিনিটে চ্যানেল আইয়ের ‘তারকাকথন’ অনুষ্ঠানের বিশেষ আয়োজনে উপস্থিত থাকবেন তিনি। অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন মৌসুমী বড়ুয়া। এদিকে আজ রাত ৯টায় বিটিভিতে মাহবুবা ফেরদৌসের প্রযোজনায় ‘প্রিয় শিল্পী প্রিয় গান’ অনুষ্ঠানটি প্রচার হবে। এটি উপস্থাপনা করেছেন দিনাত জাহান মুন্নী। এ অনুষ্ঠানের মাধ্যমে প্রায় পাঁচ বছর পর বিটিভিতে গান গাইলেন ফেরদৌসী রহমান।
অনুষ্ঠানটিতে শ্রোতা-দর্শক তার কণ্ঠে ‘যার ছায়া পড়েছে’, ‘পরাণে দোলা দিলো’, ‘আমি সাগরের নীল’, ‘লোকে বলে প্রেম আমি বলি জ্বালা’, ‘আমি রূপনগরের রাজকন্যা’সহ আরো বেশ কয়েকটি গান শুনতে পাবেন। জন্মদিন প্রসঙ্গে ফেরদৌসী রহমান বলেন, এখন আর জন্মদিন নিয়ে তেমন কোনো চিন্তা করি না। আগের মতো শরীরও ভালো থাকে না সবসময়। তবে এটা সত্য যে প্রতিবারই দিনটিকে বিশেষায়িত করার চেষ্টা করে চ্যানেল আই। যদি শরীর ভালো থাকে আজও চ্যানেল আইয়ের নিমন্ত্রণে ‘তারকাকথন’ অনুষ্ঠানে অংশ নেবো। জন্মদিনের বাকিটা সময় পরিবারের সঙ্গেই কাটবে আমার। আর আজ রাত ৯টায় বিটিভিতে আমার গান নিয়ে ‘প্রিয় শিল্পী প্রিয় গান’ অনুষ্ঠানটি প্রচার হবে। সবার কাছে দোয়া চাই যেন সবসময় সুস্থ থাকি, ভালো থাকি। প্রসঙ্গত, গত বছর জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ফেরদৌসী রহমানকে ‘আজীবন সম্মাননা’য় ভূষিত করা হয়।
Posted ১:৪৯ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২৮ জুন ২০১৮
dbncox.com | ajker deshbidesh