দেশবিদেশ অনলাইন ডেস্ক | শনিবার, ২৯ ডিসেম্বর ২০১৮
ফিলিপাইনে ৬ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। শনিবার দেশটির দক্ষিণাঞ্চলীয় দ্বীপ মিন্দানাওয়েতে এটি আঘাত হেনেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। ফিলিপাইন ও ইন্দোনেশিয়ার উপকূলীয় অঞ্চলে সুনামি সতর্কতা জারি করেছে প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কতা কেন্দ্র।
তাৎক্ষনিকভাবে ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর পাওয়া যায়নি।
মার্কিন ভূতাত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পটি ফিলিপাইনের শহর জেনারেল সান্তোস থেকে ১৯৩ কিলোমিটার পূর্বে আঘাত হেনেছে। ভূপৃষ্ঠ থেকে ৬০ কিলোমিটা গভীরে ছিল এর উৎপত্তিস্থল।
প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কতা কেন্দ্র বলেছে, ‘এই ভূমিকম্প থেকে কেন্দ্র থেকে ৩০০ কিলোমিটারের মধ্যে ইন্দোনোশিয়া ও ফিলিপাইন উপকূলে প্রবল সুনামিক ঢেউ হতে পারে।’
Posted ৫:৩৬ অপরাহ্ণ | শনিবার, ২৯ ডিসেম্বর ২০১৮
dbncox.com | ajker deshbidesh