দেশবিদেশ অনলাইন ডেস্ক | বৃহস্পতিবার, ২৮ জুন ২০১৮
একজন জাহাজের কর্মচারীকে বিয়ে করতে রাজপরিবার ত্যাগ করছেন জাপানের রাজকুমারী আয়াকো। গত দুই বছরে দুইজন রাজকুমারী একই ঘোষণা দিলেন যারা সাধারণ নাগরিককে বিয়ে করছেন। জাপানের সম্রাট আকিহিতোর ভাতিজি এবং মৃত প্রিন্স তাকামোদের তৃতীয় কন্যা আয়াকো গত মঙ্গলবার ঘোষণা দেন, জাহাজ কোম্পানি এনওয়াইকে লাইনের কর্মচারী ৩২ বছর বয়সী কেই মোরিয়াকে বিয়ে করতে যাচ্ছেন তিনি। এক বছর আগে তাদের পরিচয় হয়। আগামী ১২ আগস্ট তাদের দুইজনের মধ্যে আংটি বদল হবে। ২৯ অক্টোবর টোকিওর একটি ধর্মীয় প্রতিষ্ঠানে বিয়ে হবে।
মোরিয়ার সঙ্গে আয়াকোর পরিচয় হয় মা প্রিন্সেস তাকামোদের মাধ্যমে। একটি সমাজ কল্যাণ সংস্থায় কাজ করতে গিয়ে মোরিয়ার মা-বাবার সঙ্গে সম্পর্ক তৈরি হয় প্রিন্সেস তাকামোদের। এরপর তাদের পরিবারের সঙ্গে রাজপরিবারের সম্পর্ক গড়ে ওঠে।
এর আগে গত মে মাসে আরেক রাজকুমারী মাকো একই সিদ্ধা
দেশবিদেশ/ ২৮ জুন ২০১৮/ নেছার
Posted ১০:০৬ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৮ জুন ২০১৮
dbncox.com | ajker deshbidesh