বার্তা পরিবেশক | শুক্রবার, ১৪ সেপ্টেম্বর ২০১৮
মহেশখালী উপজেলার নির্বাহী অফিসার মোহাম্মদ আবুল কালাম এর পদোন্নতিজনিত বিদায় এবং নবাগত নির্বাহী অফিসার মোহাম্মদ জামিরুল ইসলামের যোগদান উপলক্ষে মহেশখালী উপজেলা প্রশাসনের আয়োজনে এক বিদায় ও বরণ অনুষ্ঠান বৃহস্পতিবার দুপুরে মহেশখালী উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্টিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার-২ আসনের এমপি আলহাজ্ব আশেক উল্লাহ রফিক। এসময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবুল কালাম একজন যোগ্য কর্মকর্তা ছিলেন। নতুন যোগদান করা ইউএনও একজন যোগ্য প্রশাসক। প্রাশাসকগণ যোগ্য হলে সরকারের উন্নয়ন গতিশীল হয়। তাই সবাইকে সাথে নিয়ে আগামীতে মহেশখালীতে সরকারের বাস্তবায়নাধীন সমূহ উন্নয়ন কাজ এগিয়ে নিতে হবে।
মহেশখালী উপজেলা চেয়ারম্যান হোছাইন ইব্রাহীমের সভাপতিত্বে ও মহেশখালী প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিউল আলম সাকিব এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন -মহেশখালী উপজেলা সহকারী কমিনার (ভূমি) হাসান মারুফ, মহেশখালী থানার অফিসার ইন-চার্জ প্রদীপ কুমার দাশ, মহেশখালী উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ সদস্য আলহাজ্ব আনোয়ার পাশা চৌধুরী, জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি এম. আজিজুর রহমান, জেলা আওয়ামী লীগ নেতা ডা. নুরুল আমিন, মহেশখালী থানার ইনফেক্টর তদন্ত একেএম শফিকুল আলম চৌধুরী, মহেশখালী উপজেলা নারী ভাইস চেয়ারম্যান জাহানারা বেগম, উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি ফরিদুল আলম চেয়াম্যান, ডাক্তার সাজ্জাদ হোসেন চৌধুরী, চেয়ারম্যান মোশাররফ হোসেন খোকন, মাস্টার মোহাম্মদ উল্লাহ ও কামরুল হাসান, মুক্তিযোদ্ধা কমান্ডার আমজাদ হেসেন, সাবেক কমান্ডার ছালেহ আহমদ, মহেশখালী প্রেস ক্লাব সভাপতি মাহবুব রোকন, উপজেলা পুজা উৎযাপন কমিটির সভাপতি মাস্টার ব্রজগোপাল, প্রধান শিক্ষক শাহ আলম, মোম্বার সাইদুল আলম, ইউপি সচিব প্রিয়তোষ দে প্রমুখ। সভা শুরুতে কোরআন তিলাওয়াত করেন মাওলানা আবু সৈয়দ। উপস্থিত ছিলেন ছোট মহেশখালীর চেয়ারম্যান জিহাদ বিন আলী, হোয়ানকের চেয়ারম্যান মাস্তাফা কামালসহ বিভিন্নজন। পরে উপজেলা প্রশাসন, চেয়ারম্যান সমিতিসহ বিভিন্ন সংগঠন ফুল, ক্রেস্ট ও বিভিন্ন উপহার দিয়ে দুই ইউএনওকে স্বাগত জানান।
Posted ১২:২০ পূর্বাহ্ণ | শুক্রবার, ১৪ সেপ্টেম্বর ২০১৮
dbncox.com | ajker deshbidesh