শহীদুল্লাহ্ কায়সার | রবিবার, ০৩ মার্চ ২০১৯
প্রায় প্রাণ হারিয়ে ফেলা কক্সবাজার সদর উপজেলা নির্বাচন প্রাণ ফিরে পাচ্ছে। প্রার্থী শূন্যতায় থাকা সদর উপজেলায় ১ ডজন সম্ভাব্য প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
নির্বাচন কমিশনের সময় পরিবর্তনের সুবিধা নিচ্ছেন প্রার্থীরা। নির্বাচনী মাঠে আনকোরা নয়। অভিজ্ঞ প্রার্থীরা এবার মাঠে নামছেন। ফলে ৩১ মার্চ অনুষ্ঠিতব্য উপজেলা নির্বাচন হতে পারে তুমুল প্রতিদ্বন্দ্বিতা ।
গত দুই দিনে আরো ৯ প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। যাঁদের প্রায় সবার ইতিপূর্বে বিভিন্ন অংশগ্রহণমূলক নির্বাচনে অংশগ্রহণ এবং বিজয়ের অভিজ্ঞতা রয়েছে। বেশিরভাগ ক্ষমতাসীন আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত। তবে, বিগত কক্সবাজার পৌরসভা নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থীও রয়েছেন এই তালিকায়। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার লক্ষ্যেই মনোনয়নপত্র সংগ্রহ করেছেন তাঁরা।
কক্সবাজার পৌরসভার ৪ বারের নির্বাচিত সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ নেতা নুরুল আবছার, কক্সবাজার সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবু তালেব, সাধারণ সম্পাদক মাহামুদুল করিম মাদু, জালালাবাদ ইউপি চেয়ারম্যান ইমরুল হাসান, ইদগাঁও সদর ইউপি চেয়ারম্যান সোহেল জাহান চৌধুরী, কক্সবাজার জেলা বিএনপি নেতা রফিকুল ইসলাম, কক্সবাজার জেলা ছাত্রলীগের সভাপতি ইশতিয়াক আহমেদ, জেলা জাতীয় পার্টি নেতা রুহুল আমিন সিকদার রয়েছেন এই তালিকায়।
জানা গেছে, উপজেলা নির্বাচনে অংশগ্রহণে প্রার্থী সংকট হওয়ার বিষয়টি কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতাদের ভাবিয়ে তুলে। ফলে সংগঠনের নেতাদের স্বতন্ত্র প্রার্থী হওয়ার ব্যাপারে তাঁরা কিছুটা নমনীয় হওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেন। নির্বাচনকে অর্থবহ করতেই এই কৌশল গ্রহণ করেন তাঁরা।
প্রার্থী হলেও সংগঠন থেকে তাঁদের বিরুদ্ধে কঠোর কোন পদক্ষেপ গ্রহণ করা হবে না। পাশাপাশি দলীয় প্রার্থীকে বাড়তি কোন সুবিধা দেয়া হবে না। বিষয়টি নিশ্চিত হওয়ার পর তুলনামূলকভাবে জনপ্রিয় হওয়া সত্বেও মনোনয়ন বঞ্চিত নেতারা প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নেন।
একদিকে কেন্দ্রের নমনীয়তা। অন্যদিকে, নির্বাচন কমিশনের পক্ষ থেকে সময়সীমা বৃদ্ধি। এই দুইয়ের সুফল নিতে গত দুই দিনে কক্সবাজার সদর উপজেলার আরো নয় সম্ভাব্য প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করলেন। আজ এবং আগামিকাল ৪ মার্চও মনোনয়নপত্র বিক্রি করবে কক্সবাজার জেলা নির্বাচন অফিস।
আগামিকাল ৪ মার্চ সোমবার মনোনয়নপত্র দাখিলেরও শেষ সময়। ৬ মার্চ অনুষ্ঠিত হবে প্রার্থীতা বাছাই। ১৩ মার্চ পর্যন্ত বাছাইয়ে উত্তীর্ণরা তাঁদের প্রার্থীতা প্রত্যাহার করে নিতে পারবেন। ৩১ মার্চ অনুষ্ঠিত হবে কক্সবাজার সদর উপজেলা পরিষদ নির্বাচন।
এ ব্যাপারে জানতে চাইলে কক্সবাজার সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহামুদুল করিম মাদু বলেন, আমি মনোনয়নপত্র সংগ্রহ করেছি। যদি সংগঠন প্রার্থী পরিবর্তন করে আমাকে নৌকা প্রতীক বরাদ্দ দেয়। তবেই নির্বাচনে অংশগ্রহণ করবো।
উল্লেখ্য চকরিয়া ছাড়া জেলার অন্য ৬ উপজেলার মতো ২৪ মার্চ কক্সবাজার সদর উপজেলা পরিষদ নির্বাচনের নির্ধারিত তারিখ ছিলো। সেই লক্ষ্যে জেলা নির্বাচন অফিস মনোনয়নপত্র বিক্রিও করে। মাত্র তিনজন সংগ্রহ করেন মনোনয়নপত্র। তাঁদের মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী কায়সারুল হক এবং স্বতন্ত্র প্রার্থী সেলিম আকবর ছাড়া অন্যজন মনোনয়নপত্র দাখিল করেননি। পরবর্তী সময়ে নির্বাচন কমিশন কক্সবাজার সদর উপজেলার নির্বাচনের নতুন তারিখ ঘোষণা করে ৩১ মার্চ।
Posted ১:২৯ পূর্বাহ্ণ | রবিবার, ০৩ মার্চ ২০১৯
dbncox.com | ajker deshbidesh