নিজস্ব প্রতিবেদক | শুক্রবার, ০৫ অক্টোবর ২০১৮
গতকাল সকালে অনুষ্ঠিত আলোচনা সভায় তখন জনসমাগম বিপুল। প্রধান অতিথি থেকে শুরু করে সব বক্তাই তাঁদের বক্তব্য পর্ব শেষ করেছেন। বাকি ছিলো শুধু সভাপতির বক্তব্য। সভাপতির বক্তব্য দেয়ার সময় গতানুগতিক পন্থা বেছে নেননি জেলাপ্রশাসক মোঃ কামাল হোসেন। সরকারের উন্নয়ন কর্মকান্ডে সরাসরি সম্পৃক্ত থাকা জেলার এই অভিভাবকের দৃষ্টি ছিলো ভবিষ্যৎ প্রজন্মের দিকে। মেলায় আগত স্কুল, কলেজ শিক্ষার্থীদের জন্য এমনিতেই আয়োজন করার কথা ছিলো কুইজ প্রতিযোগিতার। তবে, তা একটু আগেই শুরু করে দিলেন জেলাপ্রশাসক। কুইজ প্রতিযোগিতায় অতিথি হওয়ার পরিবর্তে তিনি নিজেই হয়ে পড়লেন প্রশ্ন কর্তা। বেশ কয়েকটি প্রশ্নও ছুড়ে দিলেন উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্যে। বিশেষ করে জেলা ব্যাপী চলমান প্রকল্প এবং মেগা প্রকল্পগুলোর ব্যাপারেই তার প্রশ্ন ছিলো বেশি। প্রশ্নের পাশাপাশি কিছুটা সময় শিক্ষকতা করলেন প্রকাশ্যে। শিক্ষার্থীরা প্রকল্পের নাম বলতে পারলেও সমস্যা হচ্ছিল প্রকল্পের ধরণ নিয়ে। এ সময় তিনি বিষয়টির ব্যাখা দেন। খুরুস্কুল আশ্রয়ন প্রকল্প যে মেগা প্রকল্প নয়। সেটি শিক্ষার্থীদের জানিয়ে দিলেন। অবশ্য ভুল উত্তর দিলেও শিক্ষার্থীদের হতাশ করেননি তিনি। বেশি প্রশ্নের সঠিক উত্তরদাতা তিনজনের প্রত্যেককে নগদ পাঁচশ টাকা করে দিয়ে পুরস্কৃত করেন। আর পরামর্শ দেন পুরস্কারের এই অর্থ দিয়ে যেনো তারা ভালো মানের বই কিনে নেয়।
দেশবিদেশ /05 অক্টোবর ২০১৮/নেছার
Posted ১:৪৮ পূর্বাহ্ণ | শুক্রবার, ০৫ অক্টোবর ২০১৮
dbncox.com | ajker deshbidesh