বৃহস্পতিবার ৩০শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৫ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

প্রশ্নকর্তা যখন জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ০৫ অক্টোবর ২০১৮

প্রশ্নকর্তা যখন জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন

গতকাল সকালে অনুষ্ঠিত আলোচনা সভায় তখন জনসমাগম বিপুল। প্রধান অতিথি থেকে শুরু করে সব বক্তাই তাঁদের বক্তব্য পর্ব শেষ করেছেন। বাকি ছিলো শুধু সভাপতির বক্তব্য। সভাপতির বক্তব্য দেয়ার সময় গতানুগতিক পন্থা বেছে নেননি জেলাপ্রশাসক মোঃ কামাল হোসেন। সরকারের উন্নয়ন কর্মকান্ডে সরাসরি সম্পৃক্ত থাকা জেলার এই অভিভাবকের দৃষ্টি ছিলো ভবিষ্যৎ প্রজন্মের দিকে। মেলায় আগত স্কুল, কলেজ শিক্ষার্থীদের জন্য এমনিতেই আয়োজন করার কথা ছিলো কুইজ প্রতিযোগিতার। তবে, তা একটু আগেই শুরু করে দিলেন জেলাপ্রশাসক। কুইজ প্রতিযোগিতায় অতিথি হওয়ার পরিবর্তে তিনি নিজেই হয়ে পড়লেন প্রশ্ন কর্তা। বেশ কয়েকটি প্রশ্নও ছুড়ে দিলেন উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্যে। বিশেষ করে জেলা ব্যাপী চলমান প্রকল্প এবং মেগা প্রকল্পগুলোর ব্যাপারেই তার প্রশ্ন ছিলো বেশি। প্রশ্নের পাশাপাশি কিছুটা সময় শিক্ষকতা করলেন প্রকাশ্যে। শিক্ষার্থীরা প্রকল্পের নাম বলতে পারলেও সমস্যা হচ্ছিল প্রকল্পের ধরণ নিয়ে। এ সময় তিনি বিষয়টির ব্যাখা দেন। খুরুস্কুল আশ্রয়ন প্রকল্প যে মেগা প্রকল্প নয়। সেটি শিক্ষার্থীদের জানিয়ে দিলেন। অবশ্য ভুল উত্তর দিলেও শিক্ষার্থীদের হতাশ করেননি তিনি। বেশি প্রশ্নের সঠিক উত্তরদাতা তিনজনের প্রত্যেককে নগদ পাঁচশ টাকা করে দিয়ে পুরস্কৃত করেন। আর পরামর্শ দেন পুরস্কারের এই অর্থ দিয়ে যেনো তারা ভালো মানের বই কিনে নেয়।

দেশবিদেশ /05 অক্টোবর ২০১৮/নেছার

Comments

comments

Posted ১:৪৮ পূর্বাহ্ণ | শুক্রবার, ০৫ অক্টোবর ২০১৮

dbncox.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

প্রকাশক
তাহা ইয়াহিয়া
সম্পাদক
মোঃ আয়ুবুল ইসলাম
প্রধান কার্যালয়
প্রকাশক কর্তৃক প্রকাশিত এবং দেশবিদেশ অফসেট প্রিন্টার্স, শহীদ সরণী (শহীদ মিনারের বিপরীতে) কক্সবাজার থেকে মুদ্রিত
ফোন ও ফ্যাক্স
০৩৪১-৬৪১৮৮
বিজ্ঞাপন ও সার্কুলেশন
01870-646060
Email
ajkerdeshbidesh@yahoo.com