প্রেসবিজ্ঞপ্তি | বুধবার, ০৫ নভেম্বর ২০২৫ | প্রিন্ট | 48 বার পঠিত | পড়ুন মিনিটে
বাংলাদেশ জামায়াত ইসলামির কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য জননেতা ডক্টর এ, এইচ,এম,হামিদুর রহমান বলেছেন আগামী জাতীয় নির্বাচনে প্রবাসীরা যাতে নির্ভিগ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারে সে বিষয়ে সকল প্রক্রিয়া সম্পন্ন করেছে নির্বাচন কমিশন।
গতকাল প্রধান নির্বাচন কমিশন ( সিইসি) এর সাথে স্বাক্ষাত করে সাংবাদিকদের ব্রিফিং করার সময় তিনি এ কথা বলেন।
ডক্টর আযাদ বলেন, আগামী ১৮ নভেম্বর থেকে নির্বাচন কমিশনের তৈরি কৃত এপসে প্রবেশ করে প্রবাসীরা রেজিষ্ট্রেশন করতে পারবে। ডক্টর আযাদ আরো বলেন, এই প্রথম বাংলাদেশের নাগরিকরা বিদেশে থেকে নিজের দেশের সরকার পরিবর্তন ও নিজের ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ পাচ্ছে। যে টা জামায়াত ইসলামির পক্ষ থেকে জাতীয় ঐক্যমত কমিশন সর্ব প্রথম লিখিত ভাবে দাবি জানিয়েছি। আমাদের দাবি যৌক্তিক মনে করে সরকার ও নির্বাচন কমিশন প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগের আওতায় এনেছেন।
তিনি বলেন, প্রবাসীরা জীবনের অনেক কিছু ত্যাগ করে প্রবাসীরা দেশ কে অনেক কিছু দিয়েছে। তাই সকল শর্ত শিতিল করে প্রবাসীরা যেনো নির্ভিগ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে সে জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন বলে আমাদের আস্বস্ত করেছেন।
৫ নভেম্বর বুধবার সকালে পুর্বনির্ধারিত সময়ে নির্বাচন কমিশনের সাথে দেখা করতে আসেন বাংলাদেশ জামায়াত ইসলামির প্রতিনিধি দল। বাংলাদেশ জামায়াত ইসলামির কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য জননেতা ডক্টর এ, এইচ,এম, হামিদুর রহমান আযাদের নেতৃত্ব এডভোকেট মতিউর রহমান আকন্দ সহ প্রতিনিধি দল নির্বাচন কমিশন আসেন। নির্বাচন কমিশনের সাথে আলোচনা শেষে বের হওয়ার সময় সাংবাদিকদের ব্রিফ করেন।
সাংবাদিকদের এক প্রশ্নে ডক্টর আযাদ বলেন, জাতীয় নির্বাচনের আগে গণভোটের আয়োজন করতে হবে। ৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে ৬ অক্টোবর ৮ টি সমমনা রাজনৈতিক দল প্রধান উপদেষ্টা বরাবর স্বারক লিপি প্রদান করবো।
সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি আরো বলেন, জাতীয় নির্বাচনের জুলাই সনদের আদেশ জারি করতে হবে এবং গণভোটের আয়োজন করতে হবে। তারপর জাতীয় নির্বাচন ফলপ্রসু হবে।
ডিবিএন/জেইউ
.
এ বিভাগের আরও খবর