নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ০৪ ডিসেম্বর ২০১৮
আগামী ৩০ ডিসেম্বর অনুষ্ঠিতব্য নির্বাচন নিয়ে দলের নেতা-কর্মীদের আন্তরিকভাবে কাজ করার ব্যাপারে আহ্বান জানিয়েছেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ। এ নির্বাচনে বিজয় লাভের মাধ্যমে সরকারের ধারাবাহিকতা রক্ষা করে চলমান উন্নয়ন কর্মকান্ড অব্যাহত রাখতেও গুরুত্বারোপ করা হয়েছে। সেই সাথে দেশের চলমান শান্তি ও অগ্রগতির ধারাকে অক্ষুন্ন রাখতে আসন্ন নির্বাচনের সময় পর্যন্ত সবাইকে সজাগ থাকতেও পরামর্শ দেয়া হয়।
গতকাল সোমবার রাতে কক্সবাজার জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় দলীয় নেতৃবৃন্দ আসন্ন নির্বাচন নিয়ে এমনই গুরুত্বারোপ করেছেন। সভাপতির বক্তব্যে জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা বলেন-‘ সামনে খুব কঠিন সময়। একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে হালকাভাবে নেয়া যাবে না। প্রধানমন্ত্রী যাঁকে যোগ্য মনে করে মনোনয়ন দিয়েছেন, তাঁর পক্ষে ঐক্যবদ্ধভাবে নির্বাচনী প্রচার চালাতে হবে। ছিনিয়ে আনতে হবে বিজয়।’ শীঘ্রই কেন্দ্র ভিত্তিক কমিটি ঘোষণা দেয়া হবে বলেও অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা তাঁর বক্তব্যে উল্লেখ করেন।
সভায় আসন্ন নির্বাচনকে অত্যন্ত গুরুত্বের সাথে নিয়ে আন্তরিকভাবে কাজ করার ব্যাপারে গুরুত্বারোপ করে উখিয়া-টেকনাফ আসনের এমপি আবদুর রহমান বদি নেতা-কর্মীদের এ মুহূর্তে ভেবে দেখার সময় এসেছে বলে মন্তব্য করে বলেন-ক্ষমতাচ্যুত হলে আমাদের অবস্থা কেমন হবে- তা একটু চিন্তা করে দেখবেন।
এমপি বদি বলেন-‘যেখানে টেকনাফের কাঞ্জরপাড়ায় আমার গাড়িতে হামলা করা হলো। গাড়ি লক্ষ্য করে সামনে পেছনে গুলি করা হলো। আপনাদের বুঝতে হবে – দল ক্ষমতায় না গেলে কারো পিঠের চামড়া থাকবে না।’ এজন্যই নির্বাচন নিয়ে সবাইকে ঝাঁপিয়ে পড়তে তিনি আহ্বান জানান। সেই সাথে নিজ স্ত্রী শাহীন আক্তারের পক্ষে সমর্থন প্রত্যাশা করে এমপি বদি বলেন, সবকিছুর উর্ধ্বে উঠে নৌকা প্রতীকের প্রার্থীকে বিজয়ী করতে একযোগে কাজ করতে হবে।
সভায় একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-৩ (উখিয়া-টেকনাফ) আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শাহীন আক্তার তাঁর সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, “ মাননীয় প্রধানমন্ত্রী উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ‘নৌকা’ প্রতীক দিয়ে আমাকে পাঠিয়েছেন। আমি বিজয়ী হতে সবার সহযোগিতা কামনা করি।”
কক্সবাজার জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট সিরাজুল মোস্তফার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুজিবুর রহমান মেয়র এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, কক্সবাজার জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, সাবেক সংসদ-সদস্য অধ্যাপিকা এথিন রাখাইন, অ্যাডভোকেট আমজাদ হোসেন, অ্যাডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী, সালাহ উদ্দিন আহমদ সিআইপি. অ্যাডভোকেট বদিউল আলম, আজিজুর রহমান, রেজাউল করিম, সদস্য মোহাম্মদ হোছাইন বি.এ, যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুবুল হক মুকুল, আশেক উল্লাহ্ রফিক এম.পি, অ্যাডভোকেট রঞ্জিত দাশ, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ (কউক) চেয়ারম্যান লে.কর্নেল ফোরকান আহমদ, রামু উপজেলা আওয়ামী লীগের সভাপতি সোহেল সরওয়ার কাজল, টেকনাফ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল বশর, কক্সবাজার পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ নজিবুল ইসলাম, সাধারণ সম্পাদক উজ্জ্বল কর, জেলা যুবলীগ সভাপতি সোহেল আহমদ বাহাদুর, জেলা শ্রমিক লীগ সভাপতি জহিরুল ইসলাম সিকদার, জেলা যুব মহিলা লীগ সভানেত্রী আয়েশা সিরাজসহ জেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। দীর্ঘদিন পর গতকালের বর্ধিত সভায় যোগ দিয়েছিলেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বর্ষীয়ান রাজনীতিক নজরুল ইসলাম চৌধুরী। তবে তিনি বক্তব্য রাখেননি।
Posted ১২:৫৯ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ০৪ ডিসেম্বর ২০১৮
dbncox.com | ajker deshbidesh