দেশবিদেশ অনলাইন ডেস্ক | সোমবার, ০৪ মার্চ ২০১৯
প্রধানমন্ত্রী শেখ হাসিনার একান্ত ব্যক্তিগত সহকারী (দ্বিতীয়), দুইজন বিশেষ সহকারী, একজন উপ-প্রেস সচিব এবং একজন অ্যাসাইনমেন্ট অফিসার নিয়োগ দেওয়া হয়েছে। সোমবার (৪ মার্চ) তাদের নিয়োগের গেজেট জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। তাদের সবার নিয়োগ চুক্তিভিত্তিক।
এই পাঁচ কর্মকর্তার মধ্যে আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া এবং মশিউর রহমান হুমায়ুনকে উপ-সচিব পদমর্যাদায় বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। গাজী হাফিজুর রহমান লিকুকে সহকারী একান্ত সচিব-২, হাসান জাহিদ তুষারকে উপ-প্রেস সচিব এবং মুহম্মদ আরিফুজ্জামান নূরনবীকে অ্যাসাইনমেন্ট অফিসার পদে নিয়োগ দেওয়া হয়।
মশিউর রহমান হুমায়ুন আগের মেয়াদে প্রধানমন্ত্রীর ‘অলিখিত’ সহকারীর ভূমিকা পালন করেছেন। হাফিজুর রহমান লিকু আওয়ামী লীগ সরকারের গত দুই মেয়াদে প্রধানমন্ত্রীর অ্যাসাইনমেন্ট অফিসারের দায়িত্বে ছিলেন। হাসান জাহিদ তুষার পেশায় সাংবাদিক।
Posted ১০:৫৬ অপরাহ্ণ | সোমবার, ০৪ মার্চ ২০১৯
dbncox.com | ajker deshbidesh