শুক্রবার ৯ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ | ২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

পৌর নির্বাচেনর আগে জেল গেইটে দিনে দুপুরে ফাঁকা গুলিতে এলাকায় আতংক

দেশবিদেশ রিপোর্ট   |   শনিবার, ১৪ জুলাই ২০১৮

পৌর নির্বাচেনর আগে জেল গেইটে দিনে দুপুরে ফাঁকা গুলিতে এলাকায় আতংক

কক্সবাজার কারাগারের দক্ষিণে পালস স্কুল সংলগ্ন দক্ষিণ পার্শ্বে গতকাল শনিবার বিকালে দিনে দুপুরে কয়েক রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করা হয়েছে। এলাকাটিতে বেশ কয়েকদিন ধরে মঞ্জুর আলম নামের একজন বর্মাইয়া সন্ত্রাসী আস্তানা গেড়েছে। সেই আস্তানায় বর্মাইয়া মঞ্জুরের আত্বীয় আবছার ও ছাদেক নামের সন্ত্রাসীদের সাথে আনা গোনা রয়েছে বর্মাইয়া অস্ত্রধারী সন্ত্রাসীদের। এসব সন্ত্রাসীরাই গতকাল বিকাল তিনটার দিকে আকস্মিক বেশ কয়েক রাউন্ড গুলি বর্ষণ করে।

আগামী ২৫ জুলাই অনুষ্টিতব্য পৌরসভা নির্বাচনের আগে জেল গেইটের মত গুরুত্বপূর্ণ এলাকায় দিনে দুপুরে এভাবে গুলি বর্ষণের মত দুঃসাহসিক কাজটিকে সচেতন মহল মনে করছে অশনিসংকেত। কারা এধরণের অস্ত্রধারি সন্ত্রাসীদের মাধ্যমে প্রকাশ্য দিনে এভাবে গুলি বর্ষণ করিয়েছে তা সবার কাছে প্রশ্ন হয়ে দেখা দিয়েছে। গুলি বর্ষণের ঘটনার পর এলাকায় আতংকের সৃষ্টি হয়েছে। এমনকি অনেকেই এলাকা ছেড়ে জেল গেইটে আশ্রয় নিয়েছে।
গতরাতে এ রিপোর্ট লেখার সময় পর্যন্ত অনেক লোক জেল গেইটে অবস্থান করছিল সন্ত্রাসীদের ভয়ে।

বর্মাইয়া সন্ত্রাসী মঞ্জুর এভাবে সন্ত্রাসীদের ডেরা বানিয়ে সেখানে এক ভয়ংকর পরিস্থিতির সৃষ্টি করেছে। এসব সন্ত্রাসী গ্রুপ দীর্ঘদিন ধরে জায়গা জমি জবর দখল সহ নানা অপকর্ম করে আসছে। এ বিষয়ে গতরাতে কক্সবাজার সদর থানার ওসি ফরিদ উদ্দিন খন্দকারের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, এ ব্যাপারে খোঁজ খবর নেওয়া হচ্ছে।

Comments

comments

Posted ১১:৩৫ অপরাহ্ণ | শনিবার, ১৪ জুলাই ২০১৮

dbncox.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

প্রকাশক
তাহা ইয়াহিয়া
সম্পাদক
মোঃ আয়ুবুল ইসলাম
প্রধান কার্যালয়
প্রকাশক কর্তৃক প্রকাশিত এবং দেশবিদেশ অফসেট প্রিন্টার্স, শহীদ সরণী (শহীদ মিনারের বিপরীতে) কক্সবাজার থেকে মুদ্রিত
ফোন ও ফ্যাক্স
০৩৪১-৬৪১৮৮
বিজ্ঞাপন ও সার্কুলেশন
01870-646060
Email
ajkerdeshbidesh@yahoo.com