নিজস্ব প্রতিনিধি, ঈদগাঁও | মঙ্গলবার, ১৭ জুলাই ২০১৮
কক্সবাজার সদরের পোকখালীতে হত দরিদ্রদের কর্মসৃজন কর্মসূচি প্রকল্পের টাকা কেড়ে নেয়ার অভিযোগ উঠেছে মহিলা মেম্বারের বিরুদ্ধে । এ ব্যাপারে ভুক্তভোগীদের পক্ষ থেকে কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে লিখিত অভিযোগ দেয়া হয়েছে। অভিযোগে জানা যায় , পোকখালী ২ নম্বর ওয়ার্ডের ৩৬ জন মহিলা গত বছর হত দরিদ্রদের কর্মসৃজন প্রকল্পে ৩/৪ মাস কাজ করেন। মাটি কাটা শুরুর আগে উক্ত ওার্ডের মেম্বার শাহানা বেগম একাউন্ট খোলার নামে তাদের কাছ থেকে জনপ্রতি ২০০ টাকা করে আদায় করেন। তখন তিনি উক্ত ৩৬ জনকে তিন-চার মাসের মজুরি বাবদ প্রত্যেককে ১২’শ টাকা করে দেন। বাদ বাকি টাকা অ্যাকাউন্টে জমা আছে বলে জানান তিনি। শ্রমিকরা উক্ত টাকা উত্তোলনের জন্য ঈদগাঁও রূপালী ব্যাংক শাখায় আসলে ম্যানেজার তাদেরকে কতবার টাকা উত্তোলন করেছেন জানতে চান। প্রতি উত্তরে তারা কোন টাকা উত্তোলন করেনি বলে জানান ম্যানেজারকে। এ সময ম্যানেজার উক্ত শ্রমিকদের একটি খাতা দেখিয়ে ১৯২০০ টাকা উত্তোলন করেছে বলে জানান ।
এর উত্তরে উপস্থিত শ্রমিকরা বলেন, তারা লেখাপড়া বিহীন মানুষ, কোনদিন ব্যাংকেও আসেনি , টাকা ও উত্তোলন করেনি। পরে ম্যানেজার তাদের কান্না দেখে প্রতি জনকে ৭০০০ টাকা করে দেন। এ সময় অবশিষ্ট টাকা ব্যাংকে আছে বলে জানান তিনি। এদিকে মেম্বার শাহেনা বেগম ও দফাদার নুরুল হুদা পুলিশের ও জেলহাজতের ভয় দেখিয়ে তাদের প্রত্যেকের কাছ থেকে উত্তোলিত টাকা কেড়ে নেন। পরবর্তীতে তাদের প্রতি জনকে তারা এক হাজার টাকা করে দেন। কর্মরত শ্রমিকদের মধ্যে ছিলেন গিয়াস উদ্দিন, জাহাঙ্গীর আলম, তৈয়বা বেগম , খতিজা বেগম , রহিমা বেগম , আঞ্জুমান আরা বেগম, আইরা বেগম ও আরেফা বেগম প্রমুখ । অন্যদিকে পূর্ব পোকখালী ২ নম্বর ওয়ার্ড মেম্বার কর্তৃক কেড়ে নেওযা কষ্টের টাকা ফেরত পেতে কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে গত ১৫ জুলাই এক লিখিত অভিযোগ দেন। এ ব্যাপারে অভিযুক্ত মহিলা মেম্বার ও দফাদারের কোন বক্তব্য পাওয়া যায়নি।
দেশবিদেশ /১৭ জুলাই ২০১৮/নেছার
Posted ১০:৫১ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৭ জুলাই ২০১৮
dbncox.com | ajker deshbidesh