বৃহস্পতিবার ২৮শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৩ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

পেলের রেকর্ড ভাঙলেন মেসি, স্বস্তির জয় বার্সার

  |   বুধবার, ২৩ ডিসেম্বর ২০২০

পেলের রেকর্ড ভাঙলেন মেসি, স্বস্তির জয় বার্সার

দেশবিদেশ নিউজ ডেস্ক:
আগের ম্যাচেই পেলেকে ছুঁয়ে ফেলেছিলেন লিওনেল মেসি। এবার ব্রাজিলিয়ান কিংবদন্তিকে ছাড়িয়ে রেকর্ড নিজের করে নিলেন তিনি।

অর্থাৎ এক ক্লাবের হয়ে সবচেয়ে বেশি গোলের মালিক এখন বার্সার আর্জেন্টাইন ফরোয়ার্ড।
আর দুর্দান্ত মেসিতে ভর করেই রিয়াল ভায়াদোলিদের বিপক্ষে স্বস্তির জয় পেল কাতালান জায়ান্টরা।

মঙ্গলবার দিনগত রাতে রিয়াল ভায়াদোলিদের বিপক্ষে ৩-০ গোলের বড় জয় পেয়েছে বার্সা। পেদ্রির ব্যাকহিল থেকে বল পেয়ে দলের তৃতীয় গোলটি করেন মেসি, যা বার্সার জার্সিতে তার ৬৪৪তম গোল।

ভায়াদোলিদের বিপক্ষে বার্সার প্রথম গোলটিতেও ছিল মেসির ছোঁয়া। তার ক্রসেই বল জালে জড়ান লেংলে। এরপর দলের দ্বিতীয় গোলটির উৎসমুখে ছিলেন মেসি, যা শেষ করেন মার্টিন ব্র্যাথওয়েট। শেষদিকে মেসির একটি শট পোস্টে লেগে ফিরে আসে।

মেসির আগে এক ক্লাবের হয়ে সবেচেয়ে বেশি গোলের মালিক ছিলেন পেলে। নিজ দেশের ক্লাব সান্তোসের হয়ে ১৯৫৬ থেকে ১৯৭৪ সাল পর্যন্ত ১৯ মৌসুম মাঠ মাতিয়ে তিনি গোল করেছিলেন ৬৪৩টি। একসময় ভাবা হতো, পেলের অন্তত এই রেকর্ডটি কারো পক্ষে ভাঙা সম্ভব নয়। কিন্তু মেসি তা ভুল প্রমাণ করলেন।

এদিকে ভায়াদোলিদের বিপক্ষে জিতলেও এখনও পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানেই আছে বার্সা। শীর্ষে থাকা অ্যাতলেটিকো মাদ্রিদের সঙ্গে কোম্যানের দলের পার্থক্য এখন ৮ পয়েন্ট। দিয়েগো সিমিওনের দল আবার এক ম্যাচ কম খেলেছে। এমনকি দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদও বার্সার চেয়ে এগিয়ে আছে ৫ পয়েন্টের ব্যবধানে।

Comments

comments

Posted ১২:১১ অপরাহ্ণ | বুধবার, ২৩ ডিসেম্বর ২০২০

dbncox.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

প্রকাশক
তাহা ইয়াহিয়া
সম্পাদক
মোঃ আয়ুবুল ইসলাম
প্রধান কার্যালয়
প্রকাশক কর্তৃক প্রকাশিত এবং দেশবিদেশ অফসেট প্রিন্টার্স, শহীদ সরণী (শহীদ মিনারের বিপরীতে) কক্সবাজার থেকে মুদ্রিত
ফোন ও ফ্যাক্স
০৩৪১-৬৪১৮৮
বিজ্ঞাপন ও সার্কুলেশন
01870-646060
Email
ajkerdeshbidesh@yahoo.com