বৃহস্পতিবার ১৩ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertisement Placeholder

পেকুয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, পেকুয়া   |   মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫   |   প্রিন্ট   |   53 বার পঠিত   |   পড়ুন মিনিটে

পেকুয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

কক্সবাজারের পেকুয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আমান উল্লাহ (৩৭) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার বারবাকিয়া ইউনিয়নের সবজিবনপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আমান উল্লাহ ওই এলাকার ছাবের আহমদের ছেলে। তিনি তিন সন্তানের জনক এবং পেশায় রাজমিস্ত্রী ছিলেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, সকালে বাড়ির উঠানে গাছের ডালপালা কেটে পরিষ্কার করছিলেন আমান উল্লাহ। গাছের একটি ডাল বৈদ্যুতিক তারের উপর পড়ে থাকায় তা সরাতে গেলে হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। এসময় তাকে উদ্ধার করতে এগিয়ে আসেন তার জেঠাত ভাই বোরহান উদ্দিন খোকন (৩৫)। তিনিও বিদ্যুতায়িত হয়ে আহত হন।

পরিবারের সদস্যরা দ্রুত তাদের উদ্ধার করে পেকুয়া বাজার সংলগ্ন নূর হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে গেলে চিকিৎসক আমান উল্লাহকে মৃত ঘোষণা করেন। আহত খোকনকে পরে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তিনি বর্তমানে শঙ্কামুক্ত বলে জানিয়েছেন জরুরি বিভাগের চিকিৎসক ডা. মো. জিয়া উদ্দিন।

এদিকে, স্থানীয় ইউপি সদস্য মো. আশিক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গাছের ডাল সরাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজন মারা গেছেন, আরেকজন আহত হয়েছেন। ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক।

স্থানীয়দের ভাষ্য, এলাকায় ঝুলন্ত ও খোলা বিদ্যুৎ তারের কারণে এ ধরনের দুর্ঘটনা প্রায়ই ঘটছে। তারা দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য বিদ্যুৎ বিভাগসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন।

ডিবিএন/জেইউ।

Facebook Comments Box

Comments

comments

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

প্রকাশক
তাহা ইয়াহিয়া
সম্পাদক
মোঃ আয়ুবুল ইসলাম

যোগাযোগ

প্রকাশক কর্তৃক প্রকাশিত এবং দেশবিদেশ অফসেট প্রিন্টার্স, শহীদ সরণী (শহীদ মিনারের বিপরীতে) কক্সবাজার থেকে মুদ্রিত

মোবাইল : ০৩৪১-৬৪১৮৮। বিজ্ঞাপন ও সার্কুলেশন 01870-646060

ই-মেইল: ajkerdeshbidesh@yahoo.com