পেকুয়া অফিস | শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫ | প্রিন্ট | 16 বার পঠিত | পড়ুন মিনিটে
পেকুয়া থানা পুলিশের বিশেষ অভিযানে লোহাগড়া এবং চকরিয়া উপজেলার বিভিন্ন এলাকা থেকে অজ্ঞান পার্টির ৮ সদস্যের প্রতারক চক্রকে গ্রেপ্তার করেছে পেকুয়া থানা পুলিশ।
কখনো কবিরাজ আবার কখনো বেদে বা কখনো রিক্সা চালক সেজে গাড়ির যাত্রী ও সাধরণ মানুষকে বিশেষ কৌশলে অজ্ঞান করে প্রতারণার মাধ্যমে সর্বস্ব হাতিয়ে নেয় একটি চক্র।
গত ১৬ অক্টোবর থেকে অভিযান চালিয়ে এমন একটি চক্রের ৮ জন প্রতারককে গ্রেপ্তার করেছে পেকুয়া থানা পুলিশ । তাদের কাছ থেকে উদ্ধার করা হয় দেড় ভরি ওজনের স্বর্ণের চেইন এবং নগদ ১ লক্ষ ১৫ হাজার টাকা।
পেকুয়া থানা সূত্রে জানা যায়, পেকুয়া উপজেলা শিলখালী ইউনিয়নের জারুলবুনিয়া এলাকার প্রবাসী স্ত্রী শারমিন জন্নাত (৩০) বাড়ীতে একা থাকার সুবাধে বেদে সেজে কয়েকজন মহিলা পানি পান করার অজুহাতে বাড়ী ঢুকে পড়ে। এসময় কৌশলে শারমিন জান্নাতকে বিশেষ কেমিক্যাল স্পর্শ করে অজ্ঞান করে পড়নে থাকা গলার স্বর্ণের চেইন,কানের দুল হাতিয়ে নিয়ে চম্পট দেয়। পরবর্তীতে শরমিন জন্নাতের জ্ঞান ফিরলে তার চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে ঘটনা অবগত হয়ে দলবদ্ধ খুজাখুজি শুরু করলে পহরচাঁদা এলাকা থেকে ২ প্রতারক মহিলাকে আটক করে পুলিশে সোপর্দ করে। পরে আটককৃতদের স্বীকারোক্তি মতে চট্টগ্রামের লোহাগড়া থেকে আরো ৬ জনকে আটক করা হয়।
গ্রেফতার হওয়ারা হলো চাঁদপুর জেলার ফরিদ গঞ্জ উপজেলার পশ্চিম সুবিদপুর কামতা বাজার ৫ নং ওয়ার্ডের মৃত শহর আলীর ছেলে ইউনুচ সওদাগর, ইউনুচ সওদাগরের স্ত্রী রেনু বেগম, একই জেলার ফরিদ গঞ্জ থানার পুর্ব গোপটি ইউপির গল্লাক বাজারের শ্রীকালিয়ার কালাম সওদাগরের স্ত্রী মুক্তা বেগম, দক্ষিণ মতলব থানার দক্ষিণ নায়েরগাঁও ইউপির সেলিম সওদাগরের স্ত্রী রুবি বেগম। ফরিদগঞ্জ পৌর সভার ৮নং ওয়ার্ডের কাছিয়াড়ার গোলাপি, সুবেল সওদাগরের স্ত্রী কাকলী, রৌশন আরা বেগম, শেফালী বেগম
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল মোস্তফা জানান, শিলখালী ইউনিয়নের জারুলবুনিয়া এলাকার এক প্রবাসী স্ত্রীকে সুকৌশলে অজ্ঞান করে স্বর্ণের চেইন ও কানের দুল নিয়ে যায় একটি প্রতারক চক্র।স্থানীয়রা দুই প্রতারককে আটক করে পেকুয়া থানা পুলিশকে সোপর্দ করলে তাদের জবানবন্দী অনুসারে অভিযান চালিয়ে লোহাগড়া থানা পুলিশের সহায়তায় লোহাগড়া থেকে ৬ জন সহ মোট ৮জনকে গ্রেপ্তার করা হয়েছে। এবং লোহাগড়া থানাধীন বৈশাখী জুয়েলার্স থেকে স্বর্নের চেইন উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা রজু করা হয়।তাদের যথাসময়ে আদালতে সোপর্দ করা হবে।
ডিবিএন/জেইউ।
.
এ বিভাগের আরও খবর