দেশবিদেশ অনলাইন ডেস্ক | বৃহস্পতিবার, ০৫ জুলাই ২০১৮
প্রাতভ্রমণের সময় পিচ্ছিল রাস্তায় পড়ে গিয়ে আহত হয়েছেন সমাজকল্যাণমন্ত্রী রাশেদ খান মেনন। তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালের ইমার্জেন্সি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।
বৃহস্পতিবার (৫ জুলাই) সকাল ৭টায় এ দুর্ঘটনার শিকার হয়ে মন্ত্রীর বাঁ পায়ের হিপ জয়েন্টের হাড় ভেঙে যায়। হাসপাতালের ডাক্তার অতিদ্রুত অস্ত্রোপচার করতে নির্দেশনা দিয়েছেন।
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা (পিআরও) মাইদুল ইসলাম প্রধান জানান, সমাজকল্যাণমন্ত্রীকে অস্ত্রোপচারে নেওয়ার প্রস্তুতি চলছে।
দেশবিদেশ / ০৫ জুলাই ২০১৮/নেছার
Posted ২:৪৯ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৫ জুলাই ২০১৮
dbncox.com | ajker deshbidesh