বৃহস্পতিবার ৩০শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৫ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম
চকরিয়া-পেকুয়ায় শতাধিক মসজিদে ঈদ জামাত অনিশ্চিত

পাহাড়ী ঢলে তিন লাখ মানুষ ফের পানিবন্দি

মুকুল কান্তি দাশ,চকরিয়া   |   শুক্রবার, ১৫ জুন ২০১৮

পাহাড়ী ঢলে তিন লাখ মানুষ ফের পানিবন্দি

কক্সবাজারের চকরিয়ায় চার দিনের মধ্যে তৃতীয় দফায় পাহাড়ি ঢল নেমেছে। উজান থেকে নেমে আসা ঢলের পানি মাতামুহুরী নদীর দু’কূল উপচিয়ে পাড়াগাঁয়ে প্রবেশে করেছে। বৃহস্পতিবার রাত ১০টায় কাকারা, লক্ষ্যারচর, কৈয়ারবিল, বরইতলী, হারাবাং, সুরাজপুর-মানিকপুরসহ ১২টি ইউনিয়ন ফের প্লাবিত হয়েছে।
এসব ইউনিয়নের অন্তত ২০ হাজার ঘরে ঢলের পানি প্রবেশ করেছে। এই এলাকা থেকে দ্বিতীয় দফার বন্যার পানি না নামতেই আবারো বানের পানিতে এলাকা তলিয়ে যাওয়া ভয়াবহ দূর্ভোগের মুখে পড়েছে লক্ষাধিক মানুষ। এছাড়া উপকূলের ৭ ইউনিয়নের দেড় লক্ষাধিক মানুষ এখানো পানিবন্দি। এছাড়া পেকুয়ার তিনটি ইউনিয়নের অন্তত ৫০হাজার মানুষ পানিবন্দি রয়েছে। ফের বানের পানি নামায় চকরিয়া-পেকুয়ার হাজারের বেশী মসজিদের মধ্যে নিচু এলাকার শতাধিক মসজিদে ঈদ জামাত আদায় করা অনিশ্চিত হয়ে পড়েছে। রাত সাড়ে ১০টায় মাতামুহুরী নদীর চিরিঙ্গা সেতু পয়েন্টে ১২৫ সেন্টিমিটার উপর দিয়ে ঢলের পানি প্রবাহিত হচ্ছিল। এসময় পানি বাড়ছিল দ্রুত। উপজেলার আঞ্চলিক ও গ্রামিন সড়কগুলো পানির নিচে তলিয়ে যাওয়ায় যোগাযোগে বিপর্যয় নেমে এসেছে। একেরপর এক বন্যায় প্লাবিত হওয়ায় গ্রামের মানুষ মার্কেটে আসতে না পারায় ঈদবাজারে তার প্রভাব পড়েছে।
ওষান সিটির ব্যবসায়ী কারুশৈলীর মালিক মুকুল কান্তি দাশ বলেন, ১০ রমজানের পর থেকে বৃষ্টিপাত অব্যাহত থাকায় বেচাকেনা হয়েছিল কম। আশা ছিল চাঁদ রাতের আগে দুইদিন বেচাকেনা করে পুষিয়ে নেয়া যাবে। কিন্ত বন্যার কারনে গ্রামের হাজার হাজার মানুষ সওদা করতে আসতে না পারায় ঈদ উপলক্ষে মজুদ করা কাপড় অবিক্রিত রয়ে গেছে বেশীরভাগ।

Comments

comments

Posted ১:৩০ পূর্বাহ্ণ | শুক্রবার, ১৫ জুন ২০১৮

dbncox.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

(594 বার পঠিত)

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

প্রকাশক
তাহা ইয়াহিয়া
সম্পাদক
মোঃ আয়ুবুল ইসলাম
প্রধান কার্যালয়
প্রকাশক কর্তৃক প্রকাশিত এবং দেশবিদেশ অফসেট প্রিন্টার্স, শহীদ সরণী (শহীদ মিনারের বিপরীতে) কক্সবাজার থেকে মুদ্রিত
ফোন ও ফ্যাক্স
০৩৪১-৬৪১৮৮
বিজ্ঞাপন ও সার্কুলেশন
01870-646060
Email
ajkerdeshbidesh@yahoo.com