শুক্রবার ৯ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ | ২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

পাসওয়ার্ড এভাবেও চুরি হতে পারে!

দেশবিদেশ অনলাইন ডেস্ক   |   রবিবার, ০৮ জুলাই ২০১৮

পাসওয়ার্ড এভাবেও চুরি হতে পারে!

আপনি যদি মনে করেন আপনার কম্পিউটারের পাসওয়ার্ড নিরাপদ, তাহলে সাবধান হোন।

ইরভিনে অবস্থিত ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ার গবেষকরা একটি উদ্বেগজনক নতুন গবেষণায় দেখিয়েছেন যে, কিবোর্ডে আপনার হাতের আঙুলের চাপ থেকে সৃষ্ট তাপের ওপর ভিত্তি করে পাসওয়ার্ড চুরি করতে পারে হ্যাকাররা।

ব্লিপিং কম্পিউটার ডটকমে দেওয়া এক সাক্ষাৎকারে এই গবেষণার অন্যতম গবেষক প্রফেসর গেন টুডিগ বলেন, ‘এটা একটা নতুন ধরনের আক্রমণ, যা হ্যাকারদেরকে মধ্যম মানের থার্মাল ক্যামেরার সাহায্যে কিবোর্ডের কোন বাটনগুলো প্রেস করা হয়েছে তা জানার সুবিধা দেয়।’

আপনি কিবোর্ডের কোনো বাটন চাপার পর, আঙুলের চাপ থেকে বাটনে কিছুটা তাপ সৃষ্ট হয়। সুতরাং আপনি কিবোর্ডের যে বাটনগুলোতে চেপে পাসওয়ার্ড টাইপ করেছেন, হাতের চাপ থেকে সৃষ্ট তাপের সে বাটনগুলো থার্মাল ক্যামেরার মাধ্যমে বুঝে পাসওয়ার্ড জেনে নিতে পারবে হ্যাকাররা। কিবোর্ডের বাটন চাপার পর ১ মিনিটের মধ্যে এ কৌশলে পাসওয়ার্ড জেনে নিতে পারবে হ্যাকাররা।

টুডিগ বলেন, ‘আপনি পাসওয়ার্ড টাইপ করার পরপরই কম্পিউটারের কাছ অন্যত্র কোথাও গেলে এই কৌশলে আপনার পাসওয়ার্ড জেনে নিতে পারবে হ্যাকাররা।’

গবেষকরা এ ধরনের আক্রমণকে ‘থারমানটর’ নামে অভিহিত করেছেন এবং সাবধান করে জানিয়েছেন, টেক্সট, কোড এবং ব্যাংকিং পিন নম্বর হাতাতে হ্যাকাররা এই কৌশল ব্যবহার করতে পারে।

কিবোর্ড ভালোভাবে দেখার জন্য হ্যাকাররা থার্মাল ক্যামেরা স্থাপন করে সফল হতে পারে। ভিকটিম কোন বাটনগুলো প্রেস করেছে তা বুঝতে ভিডিও ফুটেজ ডিকোড করতে ব্যবহার করতে পারে।

পরীক্ষামূলক এই গবেষণায় অংশগ্রহণকারী ৩১ জনকে চার ধরনের কিবোর্ডে পাসওয়ার্ড টাইপ করতে দেয়া হয়েছিল। এরপর থার্মাল ক্যামেরার ফুটেজের ওপর ভিত্তি করে পাসওয়ার্ড বের করতে বলা হয়েছিল ৮ জন নন-এক্সপার্টকে। গবেষণার ফলাফলে দেখা গেছে, পাসওয়ার্ড টাইপ করার পর ৩০ সেকেন্ড পর্যন্ত তাপীয় তথ্য থার্মাল ক্যামেরায় রেকর্ড হয়েছে। এই সময়টুকু কোনো নন-এক্সপার্ট হ্যাকারের পক্ষে পাসওয়ার্ড জানায় পর্যাপ্ত।

গবেষকরা আশা করছেন, এই গবেষণার ফলাফল পাসওয়ার্ড পদ্ধতির পরিবর্তে আরো নিরাপদ কোনো পদ্ধতির দিকে যেতে উৎসাহিত করবে। তথ্যসূত্র : মিরর/ দেশবিদেশ /০৮ জুলাই ২০১৮./নেছার ্

Comments

comments

Posted ২:৪৫ পূর্বাহ্ণ | রবিবার, ০৮ জুলাই ২০১৮

dbncox.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

প্রকাশক
তাহা ইয়াহিয়া
সম্পাদক
মোঃ আয়ুবুল ইসলাম
প্রধান কার্যালয়
প্রকাশক কর্তৃক প্রকাশিত এবং দেশবিদেশ অফসেট প্রিন্টার্স, শহীদ সরণী (শহীদ মিনারের বিপরীতে) কক্সবাজার থেকে মুদ্রিত
ফোন ও ফ্যাক্স
০৩৪১-৬৪১৮৮
বিজ্ঞাপন ও সার্কুলেশন
01870-646060
Email
ajkerdeshbidesh@yahoo.com