| বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর ২০২০
নিজস্ব প্রতিবেদক:
রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের পশ্চিম গোয়ালিয়াপালং এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয় শিক্ষা প্রসারে অনন্য ভুমিকায় এগিয়ে যাচ্ছে। একসময়ের পিছিয়ে থাকা অজপাড়া এ এলাকায় এ বিদ্যালয় শিক্ষার ক্ষেত্রে আলো ছড়িয়ে যাচ্ছে। এ বিদ্যালয় প্রতিষ্টায় আলোকিত মানুষ গুলোকে সকলেই শ্রদ্ধার সহিত স্বরণ রাখবে। পশ্চিম গোয়ালিয়াপালং এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয়ের গেইট উদ্বোধনী অনুষ্টানে বক্তারা এসব কথা বলেন।
জেলা পরিষদের অর্থায়নে নির্মিত এ গেইট বৃহস্পতিবার দুপুরে উদ্বোধনী করা হয়। উদ্বোধনী অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদ সদস্য নুরুল হক কোম্পানি। পশ্চিম গোয়ালিয়াপালং এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও রামু কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আবদুল হকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্টানে বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলাম, বিদ্যালয় পরিচালনা কমিটির শিক্ষানুরাগী সদস্য ও সাবেক ইউপি সদস্য হাজী ওসমান গনি, প্রতিষ্টাতা সদস্য সামশুল আলম সওদাগর, প্রতিষ্টাতা সদস্য ও সাবেক ইউপি সদস্য মো: সিরাজ উল্লাহ, উদ্দ্যোক্তা সদস্য হাজী আবদুর রহমান, অভিভাবক সদস্য শাহেনা আকতার। এসময় বিদ্যালয় পরিচালনা কমিটির অন্যান্য সদস্য, শিক্ষক, শিক্ষানুরাগি, এলাকার গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এডিবি/জেইউ।
Posted ৯:৫৬ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর ২০২০
dbncox.com | ajker deshbidesh