শুক্রবার ২৯শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৪ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

পথশিশু ও অসহায় মানবতার জন্য করুণার ঢাল স্বরুপ একটি সংগঠন স্বপ্নজাল

  |   মঙ্গলবার, ২৩ অক্টোবর ২০১৮

পথশিশু ও অসহায় মানবতার জন্য করুণার ঢাল স্বরুপ একটি সংগঠন স্বপ্নজাল

কক্সবাজার শহরের ধুলাবালি ও বস্তিবন্ধী অসহায় মানুষের ঘামের গন্ধে মিশে থাকে এই সেচ্ছাসেবী সংগঠনটি।কানপেতে থাকে দিনরাত, কখন কোথা থেকে যেনো অসহায়ত্বের চিৎকার শুনতে পাচ্ছে সংগঠনটির কর্মীরা।দিনের প্রখর রৌদ্র কিংবা রাতের ঘাড় কালো অন্ধকার তাদের সাহসকে যেনো এক মুহুর্তের জন্যে ও দমিয়ে রাখতে পারেনা। উঁচু পর্বতের শৃঙ্খল কিংবা সাগরের উত্তাল ঢেউ তাদের গতিরোধ করতে পারেনা।নিজেদের হাজারো প্রয়োজন কে দমিয়ে রেখে তারা দেখতে চাই বস্তি কিংবা ফুটপাতে অবহেলায় পড়ে থাকা বাচ্চা গুলোর মুখে একটু স্বস্তির হাসি।ককসবাজার শহরের অলিগলিতে ঘুরে যেসব শিশুরা ছোটকাল থেকেই অপকর্মে জড়িয়ে যাচ্ছে, তাদের পাশে দাড়িয়ে মাথায় হাত বুলিয়ে পাহাড়সম সাহস এনে দেয়া যেনো সংগঠনটির কর্মীদের একরকম নেশায় পরিনত হয়েছে।একটি অরাজনৈতিক সেচ্ছাসেবী সংগঠন হিসেবে অল্প দিনের ব্যাবধানে এই সংগঠনটির কাজ ছড়িয়ে গেছে শহরের বিভিন্ন অলিগলিতে।”দেশটাকে পরিস্কার করি” সেøাগানে তারা কর্মীদের নিয়ে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানের জন্য প্রতিমাসে নেমে আসে রাস্তায়।ধর্মবর্ণনির্বিশেষে এই সংগঠনের সকল ধর্মের কর্মীরা কাঁধে কাঁধ মিলিয়ে দেশের জন্য কাজ করতে বদ্ধপরিখর।দশ মায়ের গর্ভের ভিন্নমতের ধর্মালম্বী তরুণ তরুনী গুলো এই সেচ্ছাসেবী সংগঠনটিতে এসে সাম্প্রদায়িকতাকে মাটির সাথে মিশে দিয়েছে।দেশের জন্য তাদের ভালবাসা যেনো অফুরন্ত হয়ে কাজ করে নিরন্তর।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জন্মদিনে অসহায় পথশিশুদের সাথে কেক কাটতে ভুলেনি এই স্বপ্নজাল নামের সংগঠনটি।গেলবার হিন্দু ধর্মালম্বীদের শারদীয় উৎসবে কক্সবাজার সমুদ্রের গহীনে ভাসিয়ে দেয়া প্রতিমা গুলো ঢেউয়ের সাথে দুলে বালুচরে ভেসে আসলে দেশবিদেশের বিভিন্ন জায়গা থেকে আসা পর্যটকদের সমুদ্র পাড়ে হাটতে কষ্ট হচ্ছে দেখে তারা সিদ্ধান্ত নিলো এই প্রতিমাংশ গুলো নিরাপদে সরিয়ে দেয়া ভালো।এতে করে হিন্দু ধর্মের বিস্বর্জিত প্রতিমাগুলোর মান ও অক্ষুণ্ণ থাকবে,আর প্রত্যেক ধর্মালম্বী পর্যটকেরা ও নিরাপদে হাটতে সুযোগ পাবে।তাই গতকাল সকাল ৬ঃ৩০টা থেকে বেলা ১২ঃ৪৫টা পর্যন্ত তাদের কর্মসূচি ছিলো সাগর পাড়কে পরিচ্ছন্ন করা।তাদের এহেন মহৎকাজকে প্রায় পর্যটক, সচেতন নাগরিকও প্রশাসনের পক্ষ থেকে স্বাগত জানিয়েছে ।
এসময় উপস্থিত ছিলেন,ককসবাজার টুরিস্ট পুলিশের এ এস আই মিজানুর রহমান ও তাঁর সহকর্মীগণ এবং স্বপ্নজালের কর্মীরা। স্বপ্নজালের এই মহৎকাজের সময় প্রশাসনের দেয়া ভালবাসায় সিক্ত হয়ে স্বপ্নজালের সভাপতি মোঃ সাকির আলম প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা ব্যক্ত করেন। খবর বিজ্ঞপ্তির।

Comments

comments

Posted ১২:০৮ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২৩ অক্টোবর ২০১৮

dbncox.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

প্রকাশক
তাহা ইয়াহিয়া
সম্পাদক
মোঃ আয়ুবুল ইসলাম
প্রধান কার্যালয়
প্রকাশক কর্তৃক প্রকাশিত এবং দেশবিদেশ অফসেট প্রিন্টার্স, শহীদ সরণী (শহীদ মিনারের বিপরীতে) কক্সবাজার থেকে মুদ্রিত
ফোন ও ফ্যাক্স
০৩৪১-৬৪১৮৮
বিজ্ঞাপন ও সার্কুলেশন
01870-646060
Email
ajkerdeshbidesh@yahoo.com